shono
Advertisement

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

কী সাফাই তৃণমূল নেতার?
Posted: 07:39 PM Aug 29, 2023Updated: 07:39 PM Aug 29, 2023

নন্দন দত্ত, বীরভূম: আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক শোরগোল বীরভূমের রামপুরহাটে। কোথা থেকে অস্ত্র পেলেন তিনি? তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা।

Advertisement

বীরভূমের রামপুরহাটের ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক। বগটুই গ্রামের বাসিন্দা তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর স্ত্রীর একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে চেয়ারে বসে আছেন তিনি। স্বাভাবিকভাবেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “বগটুইয়ে এখনও প্রচুর অস্ত্র আছে। তালিবানি শাসন চলছে।”

[আরও পড়ুন: ক্যাম্পাসে গেলেই নানাভাবে হেনস্তা! আতঙ্কে বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করলেন রবীন্দ্রভারতীর উপাচার্য]

সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ বলেন, “পুলিশের অবিলম্বে তদন্তে নামা উচিত। ওই বন্দুক আসল কি নকল তা খতিয়ে দেখতে হবে।” তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় দাবি করেন, ছবিতে খেলনা বন্দুক রয়েছে। বিরোধীরা রাজনীতি করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি রিয়াজুল হক। তিনি শুধু জানিয়েছেন যে, বর্তমানে তৃণমূলের সভাপতি পদে নেই তিনি।

[আরও পড়ুন: নিউটাউনে তৈরি হবে ‘মিষ্টান্ন’, মিষ্টি হাবের জন্য ২০ কাঠা জমি দেওয়ার ঘোষণা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার