দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার হল সুন্দরবনের মাতলা নদীর চর থেকে। ৬০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর পেশায় সিভিক ভলেন্টিনায় প্রীতম পানুয়ার মৃতদেহ পাওয়া গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিছকই দুর্ঘটনা? নাকি এর পিছনে আছে দুরুহ কোনও রহস্য? তাই তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, প্রীতম কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে ১১ জন বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন ওই বছর চব্বিশের যুবক। মাতলা নদীতে যাওয়ার জন্য জলযানে ওঠার সময় তিনি পড়ে গেলে নিমেষেই তলিয়ে যান। এমনই জানিয়েছেন অন্যান্যরা। তারপর থেকেই ওই সিভিক ভলেন্টিয়ারের খোঁজ চলতে থাকে। শুক্র ও শনিবার দু'দিন তাঁর খোঁজ পাওয়া যায়নি।
রবিবার সকালে মাতলার চর থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হল। যেখানে তিনি পড়ে গিয়েছিলেন, তাঁর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মৃতদেহ পাওয়া গেল। স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে দেহটিকে দেখতে পান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নদীতে পরে গেলেও কেউ তাঁকে বাঁচানোর চেষ্টা করল না! অত জন বন্ধু থাকলেও কেন তাঁকে আগে ধরা গেল না? সেই প্রশ্ন উঠছে। মৃতের বাড়িতেও দেহ উদ্ধারের দুঃসংবাদ পাঠানো হয়েছে।