shono
Advertisement

Breaking News

Kalna

নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
Published By: Tiyasha SarkarPosted: 01:43 PM Jul 17, 2024Updated: 06:17 PM Jul 17, 2024

অভিষেক চৌধুরী, কালনা: নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। শুধু ধাক্কা দিয়েই শান্ত হননি চেয়ারম্যান, ওই কর্মীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। নিন্দায় সরব বিরোধী শিবির।

Advertisement

কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি তাঁর অপসারণের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, তিনি কোনও কাজ করেননি। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয়েছিল খোদ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার ফের বিতর্কে আনন্দ দত্ত। জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কালনা রাজবাড়ি চত্বরে এক নিরাপত্তা কর্মীকে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন চেয়ারম্যান। একটি টোটোকে টানাটানি করতেও দেখা যায় ভিডিওতে।

[আরও পড়ুন: মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত ২ পর্যটক, এখনও নিখোঁজ এক]

সেই ভিডিওকে কেন্দ্র করেই তোলপাড় সোশাল মিডিয়া। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী থেকে আমজনতা সকলেই। কেউ চেয়ারম্যানের শাস্তির দাবি করেছেন। বিজেপি নেতাদের কথায়, "এই আচরণ মেনে নেওয়া যায় না। শাস্তি পাওয়া উচিত।" এ বিষয়ে যোগাযোগ করা হলে আনন্দ দত্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: সাতসকালে রাস্তায় মহিলার গলাকাটা দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত।
  • শুধু ধাক্কা দিয়েই শান্ত হননি চেয়ারম্যান, ওই কর্মীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
  • নিন্দায় সরব বিরোধী শিবির।
Advertisement