shono
Advertisement

রামনবমী হিংসার আবহেই শীর্ষ মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক! ‘সবকা সাথ’চাইছেন অমিত শাহ

'অন্য অমিত শাহকে দেখলাম', বলছেন মুসলিম নেতারা।
Posted: 07:54 PM Apr 05, 2023Updated: 08:45 PM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা (2024 Lok Sabha) নির্বাচনের আগে মুসলিম সমাজকেও পাশে চাইছে বিজেপি? কেন বিজেপির উপর সন্তুষ্ট নয় সংখ্যালঘুরা? সমস্যা ঠিক কোথায়? বুঝে নিতে শীর্ষ মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চমকপ্রদ বিষয় হল, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রীতিমতো সন্তুষ্ট মুসলিম নেতারা।

Advertisement

মঙ্গলবার রাতে দিল্লিতে মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন শাহ। সেই প্রতিনিধি দলে ছিলেন জামায়েত-এ-উলেমা-এ-হিন্দের প্রেসিডেন্ট মৌলানা মহমুদ মাদানি, সম্পাদক নিয়াজ ফারুকি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের দুই সদস্য কামাল ফারুকী এবং প্রফেসর আখতারুল ওয়াসে। সূত্রের খবর, শাহর সামনে সংখ্যালঘুদের ১৪টি সমস্যার কথা তুলে ধরেছেন মুসলিম নেতারা। শাহ মন দিয়ে সব সমস্যার কথা শুনেছেন। এবং যথাসাধ্য প্রতিশ্রুতিও দিয়েছেন।

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]

বৈঠক শেষে নিয়াজ ফারুকী বলছেন, আমরা যেন অন্য অমিত শাহকে দেখলাম। যে অমিত শাহ রাজনৈতিক বুলি দেন, তাঁর সঙ্গে এর বিস্তর ফারাক। আমাদের সব সমস্যার কথা খুব ভালমতো শুনেছেন। এবং সমস্যাগুলি একেবারেই অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন, রামনবমীর (Ram Navami) হিংসা থেকে বিজেপি নেতাদের ঘৃণাভাষণ সব ইস্যুতেই মুসলিম নেতাদের বক্তব্য শুনেছেন শাহ। এমনকী, কোনও কোনও ক্ষেত্রে যে সরকারের গাফিলতি রয়েছে সেটা স্বীকারও করে নিয়েছেন তিনি। এটাও বলেছেন যে, এক জায়গার সব মানুষ সমান হয় না, তাই সবাইকে এক আয়নায় দেখা ঠিক নয়। যদিও নেতাদের ঘৃণাভাষণের পরও বিজেপির শীর্ষ নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলা হলে,  শাহ কার্যত নীরব থেকেছেন। তাঁর মুখে শোনা গিয়েছে শুধু শুকনো আশ্বাস। 

[আরও পড়ুন: গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার ফল ভুগছে দেশ! অরুণাচল নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের]

লোকসভা নির্বাচনের বছরখানেক আগে দেশ যখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের অপেক্ষায়, ঠিক তখন মুসলিম নেতাদের শাহী বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে কি ২০২৪ লোকসভার আগে সত্যি সত্যিই ‘সবকা বিকাশ’, এবং তার থেকেও বড় ব্যাপার ‘সবকা সাথ’ চাইছে বিজেপি? শুরু হয়েছে আলোচনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement