shono
Advertisement

পদোন্নতি ও বদলি নিয়ে টানাপোড়েনের জের, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী সরকারি হাসপাতালের চিকিৎসক

ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকরা।
Posted: 10:47 AM Aug 31, 2021Updated: 01:44 PM Aug 31, 2021

সংবাদ প্রতিদিন ব্যুরো: কর্মজীবন নিয়ে চূড়ান্ত হতাশার জের। গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। দগ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, বহু বছর আগে বিয়ে হয়েছিল অবন্তিকা ভট্টাচার্যের। স্বামীও পেশায় চিকিৎসক। ওই দম্পতির এক সন্তান বিশেষ ক্ষমতাসম্পন্ন। সূত্রের খবর, দীর্ঘ আট বছর মেদিনীপুরের (West Medipur) সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। সন্তানের সুবিধার জন্য বারবার কলকাতায় বদলির আবেদন জানিয়েছিলেন অবন্তিকা। কিন্তু কোনও লাভ মেলেনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ মৃতের ঘনিষ্ঠের।

[আরও পড়ুন: Janmastami: চারশো বছরের প্রথা মেনে ঐতিহ্যবাহী ঘোষাল বাড়িতে জন্মাষ্টমী পালন, মাতোয়ারা রায়গঞ্জবাসী]

কিছুদিন আগে ডায়মন্ড হারবারে বদলি করা হয় তাঁকে। ওই চিকিৎসকের ঘনিষ্টদের দাবি, জেলায় বদলি নিয়ে অবসাদে ভুগতে শুরু করেছিলেন অবন্তিকা। এছাড়া পদোন্নতিও পাননি তিনি। সব মিলিয়ে প্রবল সমস্যায় ভুগছিলেন। ফেসবুকে এনিয়ে পোস্টও করেছিলেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে উগরে দিয়েছিলেন ক্ষোভ।

এই টানাপোড়েনের মাঝে ১৬ আগস্ট অ্যালকোহল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে এক রাশ ক্ষোভপ্রকাশ করেছে চিকিৎসকরা।

[আরও পড়ুন:Buddhadeb Guha: বিজেপির ইস্তাহার বানাতেন বুদ্ধদেব গুহ! তথাগতর দাবি ঘিরে বিতর্ক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement