shono
Advertisement

দাউদাউ করে জ্বলছে বিছানা, কালো ধোঁয়ায় ঢাকা ফ্ল্যাট, পুড়ে মৃত্যু একাকী বৃদ্ধার

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Posted: 02:32 PM Feb 12, 2021Updated: 04:15 PM Feb 12, 2021

অর্ণব আইচ: নিজের ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) গড়ফা এলাকায়। কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এদিন গড়ফা থানা এলাকার এক আবাসনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে বিছানা। তাতে শুয়ে ফ্ল্যাটের মালিক বছর ৭৪-এর তপতী সরকার। সারা ঘর ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। পুড়ে গিয়েছেন বৃদ্ধা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। এরপর তপতীদেবীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতার মেয়েকে।

[আরও পড়ুন:  কয়লা কাণ্ডে ধাক্কা রাজ্যের, অনুমতি ছাড়াই তল্লাশি চালাতে পারবে CBI, নির্দেশ ডিভিশন বেঞ্চের]

জানা গিয়েছে, একমাত্র মেয়ের বিয়ের পর থেকে ওই ফ্ল্যাটে একাই থাকতেন তপতীদেবী। এই ঘটনার পর প্রশ্ন উঠছে কীভাবে আগুন লাগল। ফ্ল্যাটের আবাসিকদের দাবি তাঁরা কোনও শব্দ পাননি। অগ্নিকাণ্ডের সময় বিছানায় ছিলেন তপতীদেবী। পুড়ে তাঁর মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু তিনি আর্তনাদ করেননি। এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। ওই বৃদ্ধা কোনওরকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

[আরও পড়ুন: ভোট ঘোষণার আগে চূড়ান্ত প্রস্তুতি, জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement