shono
Advertisement

Breaking News

Elephant

চিকিৎসাতেও শেষরক্ষা হল না, মৃত্যু ট্রেনের ধাক্কায় জখম দাঁতাল টিউমারের

রেলের বিরুদ্ধে মামলা করেছে বনদপ্তর।
Published By: Tiyasha SarkarPosted: 07:51 PM Dec 31, 2024Updated: 07:51 PM Dec 31, 2024

প্রণব সরকার, আগরতলা: অবশেষে ব্যথা ও যন্ত্রণা কাছে হার। মৃত্যু হল রেল দুর্ঘটনায় জখম বন্য দাঁতাল টিউমারের। হিন্দু ধর্মীয় মত অনুসারে রীতিনীতি মেনে সমাধি দেওয়া হল টিউমারকে। এই ঘটনায় রেলের বিরুদ্ধে মামলা করেছে বনদপ্তর।

Advertisement

ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনের ধাক্কায় আঘাত পায় বন্যহাতি টিউমার। এরপর থেকেই হাতিটি দুর্ঘটনাস্থল অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর কপালি টিলার শালবাগান জঙ্গলে ছিল। প্রথমে খোয়াই জেলার পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়। সোমবার দিনভর সিপাহিজলা অভয়ারণ্যের বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে। তবে সমস্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে সোমবার রাত এগারোটা নাগাদ মৃত্যু হয় টিউমারের। ট্রেনের ধাক্কায় বন্য হাতির মৃত্যুর ঘটনায় পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। বনাঞ্চলের অন্তর্গত রেল ট্র্যাক দিয়ে যাওয়ার সময় গতি নিয়ন্ত্রণের কথা। কিন্তু রেল এই নির্দেশ মানেনি বলেই অভিযোগ। সেই কারণে বনদপ্তরের তরফে রেলকে চিঠি পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে ব্যথা ও যন্ত্রণা কাছে হার। মৃত্যু হল রেল দুর্ঘটনায় জখম বন্য দাঁতাল টিউমারের।
  • হিন্দু ধর্মীয় মত অনুসারে রীতিনীতি মেনে সমাধি দেওয়া হল টিউমারকে।
  • এই ঘটনায় রেলের বিরুদ্ধে মামলা করেছে বনদপ্তর।
Advertisement