সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জিতলেই প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেব। বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রমেশ বিধুরি। দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন ওই বিতর্কিত নেতা। তার পরের দিনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন। বিধুরির মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আপ এবং কংগ্রেস।
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিধুরি। সংখ্যালঘু বিরোধী মন্তব্যের জন্য দেশজুড়ে পরিচিত তিনি। লোকসভায় দাঁড়িয়ে বিএসপি সাংসদ দানিশ আলিকে 'জঙ্গি' বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই কারণেই গতবছর লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তবে দিল্লি বিধানসভায় বিধুরিকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কালকাজি কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং কংগ্রেস নেত্রী অলকা লাম্বা।
শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তার পরের দিনই প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন বিধুরি। বললেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিধুরিকে 'নারীবিদ্বেষী' বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস-আপ। হাত শিবিরের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, "এটাই বিজেপির আসল চেহারা। প্রিয়াঙ্কা গান্ধীর কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত বিজেপির শীর্ষ নেতৃত্বের।"
যদিও কংগ্রেসকে পালটা দিয়েছেন বিধুরি। লালুপ্রসাদ যাদবের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতার দাবি, "আজ কংগ্রেসের খারাপ লাগছে। তাহলে হেমা মালিনীর সময়ে কী হয়েছিল? দেশের অন্যতম সেরা নায়িকা ছিলেন তিনি। প্রচুর সম্মান পেয়েছেন। তাঁকে নিয়ে মন্তব্য করে লালুপ্রসাদকে যদি সমস্যায় পড়তে না হয় তাহলে আমাকে আক্রমণ করা কেন? হেমা মালিনী কি মহিলা নন?" উল্লেখ্য, লালুপ্রসাদ যাদব বলেছিলেন হেমার গালের মতো মসৃণ হয়ে যাবে বিহারের সব রাস্তা। সেই নিয়েও বিতর্ক বেঁধেছিল।