shono
Advertisement

ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ালে আইনত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি৷ The post ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:56 PM Jun 10, 2018Updated: 01:26 PM Jun 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যেকোনও রকমের ফেক বা নকল পোস্ট নিয়ে বরাবরই কঠোর কলকাতা পুলিশ৷ শহরবাসী যাতে কোনও ভাবেই না বিভ্রান্তির শিকার হন, তাই জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখে কলকাতা পুলিশের সাইবার সেল৷ ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ইদ সংক্রান্ত একটি পোস্টকে নকল বলে দাবি করল কলকাতা পুলিশ৷ জানিয়ে দিল, যারা এই ধরনের পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

Advertisement

[খুনি কি পরিচিত কেউ? কসবায় মহিলা খুনে আরও ঘনীভূত রহস্য]

রমজান মাস চলছে, চলতি মাসের ১৬ তারিখ ইদ৷ কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারের একটি নকল নোটিস৷ যেখানে বলা হচ্ছে ইদ উপলক্ষ্যে ১২ জুন থেকে ১৫ জুন ও ১৬ জুন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ ঠিক যেভাবে রাজ্য প্রশাসন নোটিশ দিয়ে অন্যান্য ঘোষণা করে তেমনই এই নোটিসটিও দেওয়া হয়েছে৷ শেষে রয়েছে রাজ্যের অতিরিক্ত সচিব রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও৷

[শহরে সম্প্রীতির ছবি, ইফতারের এলাহি আয়োজন দুর্গাপুজো কমিটির]

তবে রবিবার কলকাতা পুলিশ স্পষ্ট করে দিল, এই নোটিসটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে৷ এমন কোনও ছুটির ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি৷ পাশাপাশি, হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যারা এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করছেন বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷

The post ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement