সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যেকোনও রকমের ফেক বা নকল পোস্ট নিয়ে বরাবরই কঠোর কলকাতা পুলিশ৷ শহরবাসী যাতে কোনও ভাবেই না বিভ্রান্তির শিকার হন, তাই জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখে কলকাতা পুলিশের সাইবার সেল৷ ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ইদ সংক্রান্ত একটি পোস্টকে নকল বলে দাবি করল কলকাতা পুলিশ৷ জানিয়ে দিল, যারা এই ধরনের পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
[খুনি কি পরিচিত কেউ? কসবায় মহিলা খুনে আরও ঘনীভূত রহস্য]
রমজান মাস চলছে, চলতি মাসের ১৬ তারিখ ইদ৷ কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারের একটি নকল নোটিস৷ যেখানে বলা হচ্ছে ইদ উপলক্ষ্যে ১২ জুন থেকে ১৫ জুন ও ১৬ জুন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ ঠিক যেভাবে রাজ্য প্রশাসন নোটিশ দিয়ে অন্যান্য ঘোষণা করে তেমনই এই নোটিসটিও দেওয়া হয়েছে৷ শেষে রয়েছে রাজ্যের অতিরিক্ত সচিব রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও৷
[শহরে সম্প্রীতির ছবি, ইফতারের এলাহি আয়োজন দুর্গাপুজো কমিটির]
তবে রবিবার কলকাতা পুলিশ স্পষ্ট করে দিল, এই নোটিসটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে৷ এমন কোনও ছুটির ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি৷ পাশাপাশি, হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যারা এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করছেন বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷
The post ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ appeared first on Sangbad Pratidin.