shono
Advertisement

উপার্জনের আশায় জঙ্গলে যাওয়াই কাল, বাঘের হানায় প্রাণ গেল সুন্দরবনের মৎস্যজীবীর

কান্নায় ভেঙে পড়েছে পরিবার। The post উপার্জনের আশায় জঙ্গলে যাওয়াই কাল, বাঘের হানায় প্রাণ গেল সুন্দরবনের মৎস্যজীবীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:06 PM Sep 03, 2020Updated: 02:07 PM Sep 03, 2020

দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: পেটের টানে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল। ফের বাঘের আক্রমণে প্রাণ গেল মৎস্যজীবীর। সঙ্গে থাকা মৎস্যজীবীরাই তাঁর দেহ উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ব্যক্তির এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবার।

Advertisement

জানা গিয়েছে, সুন্দরবনের (Sundarban) উপকূলীয় থানার কুমিরমারী গ্রামের বাসিন্দা কেনারাম মণ্ডল নামে ওই মৎস্যজীবী। পেটের টানেই বৃহস্পতিবার সকালে সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কাঁকড়া ধরে এনে বিক্রি করে কিছু উপার্জন করা। কিন্তু তা আর হল না। দক্ষিণরায়ের কবলে পড়ে প্রাণ হারালেন ওই মৎস্যজীবী। প্রত্যক্ষদর্শীদের কথায়, জঙ্গলে প্রবেশ করতেই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে কেনারামের উপর। আক্রমণ করে ঘাড়ে। কোনওক্রমে বাঘের হাত থেকে ওই মৎস্যজীবীকে ছাড়িয়ে আনেন তাঁরা কিন্তু ততক্ষণে মৃ্ত্যু হয়েছে তাঁর।

[আরও পড়ুন: ‘প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন, ফোন করে দল ভাঙাচ্ছেন’, তোপ দিলীপের]

ঘটনা প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিকরা বলেন, “খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে। ওই মৎস্যজীবীদের জঙ্গলে প্রবেশের বৈধ অনুমতিপত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।” প্রসঙ্গত, এই প্রথম নয়। প্রায়শই পেটের টানে জঙ্গলে গিয়ে প্রাণ দিতে হয় সুন্দরবনের মৎস্যজীবীদের। কিন্তু তা সত্ত্বেও উপার্জনের আশায় জীবনের ঝুঁকি নিতে পিছপা হননা তাঁরা।

[আরও পড়ুন: করোনা সংক্রমণের আশঙ্কায় বাসের টিকিট নিতে অনীহা যাত্রীদের, বন্ধ হচ্ছে ছাপাখানা]

The post উপার্জনের আশায় জঙ্গলে যাওয়াই কাল, বাঘের হানায় প্রাণ গেল সুন্দরবনের মৎস্যজীবীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার