shono
Advertisement

ভেঙে পড়ল ত্রাণবাহী হেলিকপ্টার, নিহত পাইলট-সহ ৩

নিহতদের পরিজনদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
Posted: 03:21 PM Aug 21, 2019Updated: 03:22 PM Aug 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে দুর্ঘটনার মুখে পড়ল ত্রাণবাহী একটি হেলিকপ্টার। ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরকাশীর মোরি থেকে মোলদি যাচ্ছিল হেলিকপ্টারটি। পথেই পাওয়ার কেবলের সঙ্গে ধাক্কা লাগে কপ্টারের৷ আচমকাই ভেঙে পড়ে হেলিকপ্টারটি৷ তাতেই মৃত্যু হয় পাইলট রাজপাল, কো-পাইলট কাপতাল লাল এবং রমেশ সাওয়ার৷ নিহতদের পরিজনদের ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ 

Advertisement

[আরও পড়ুন: দফায় দফায় বাড়িতে সিবিআই হানা, গ্রেপ্তারির আশঙ্কায় ‘উধাও’ চিদম্বরম]

মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল উত্তরকাশী। পুলিশ সূত্রে খবর, জলের তোড়ে ভেসে গিয়েছে বহু মানুষ। ইতিমধ্যেই ১৭ জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ অনেকেই। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে টানা তিন সপ্তাহ মানালির চাতরুতে আটকে রয়েছেন মালয়ালম অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়র ও কলাকুশলীর একটি দল। খবর পেয়ে উদ্ধারে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, সিনেমার শুটিংয়ের জন্য মানালি থেকে ১০০ কিলোমিটার দূরে চাতরুতে গিয়েছিল কলাকুশলীদের ওই দল। টানা ভারী বৃষ্টির জেরে তাঁরা আটকে পড়ে। খাবার ও পানীয় জলের অভাবের মধ্যেই সাধারণের দিন কাটছে।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপর পরও উত্তপ্ত কাশ্মীর! গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, খতম এক জঙ্গি]

কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ। ধস-বন্যায় এখনও পর্যন্ত ৩০জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বিভিন্ন এলাকায়। রবিবার লাহুল ও স্পিতি জেলায় ব্যাপক তুষারপাতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। তবে তারই মধ্যে চলেছে উদ্ধারকাজ। অন্যদিকে কাজা শহরের চন্দ্রা তাল লেকে এখনও পর্যন্ত আটকে রয়েছেন প্রায় ১৫০জন পর্যটক। মিয়ার উপত্যকার বিভিন্ন এলাকার অবস্থাও খুবই শোচনীয়। বন্ধ রয়েছে চণ্ডীগড়-মানালি হাইওয়ে। শিমলা, সোলান, কুলু এবং বিলাসপুর জেলার স্কুলগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement