নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদে দেখা হতেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আঙুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কল্যাণকে দেখে মোদি প্রশ্ন করলেন, 'অঙ্গুঠা ক্যায়সা হ্যায়?' পালটা 'সৌজন্য' দেখিয়ে প্রধানমন্ত্রীর শরীরের খোঁজখবর নিলেন তৃণমূল সাংসদও।
মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদে যান প্রধানমন্ত্রী মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যখন তিনি সংসদে ঢুকছিলেন, সেসময় উলটো দিক থেকে আসছিলেন কল্যাণ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘আপনার আঙুল কেমন আছে।" জবাবে হাসিমুখে কল্যাণও পালটা প্রশ্ন করেন, "একদম ঠিক আছে। আপনি কেমন আছেন?" ঘাড় নেড়ে প্রধানমন্ত্রীও বুঝিয়ে দেন, সব ঠিক আছে।
আসলে মাস দেড়েক আগে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলাকালীন বিজেপি ও তৃণমূল সাংসদদের মধ্যে তীব্র বচসা বাধে। কথা কাটাকাটির মাঝে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সামনে থাকা কাচের বোতল ছুড়ে মারেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। তখনই কাচ ভেঙে সাংসদের তর্জনী ও বুড়ো আঙুলে চোট লাগে। কল্যাণের সেই চোট বেশ গুরুতর ছিল। পরে তাঁর হাতে বেশ কয়েকটি সেলাই পড়ে। দীর্ঘদিন সেই ক্ষত রয়ে গিয়েছিল।
ওয়াকফ বৈঠকে কল্যাণের সেই আচরণ রীতিমতো সমালোচিত হয়। সম্ভবত সে কারণেই প্রধানমন্ত্রী এদিন তাঁর কুশল জিজ্ঞাসা করলেও তাঁর প্রশ্নের মধ্যে কোথাও খোঁচা লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কল্যাণ ব্যাপারটাকে সেভাবে দেখছেন না। তিনি বলছেন, "এটাই তো শিষ্টাচার। এটাই তো সৌজন্য।" কল্যাণ জানিয়েছেন, মোদির এই 'কুশল' প্রশ্নে একেবারেই বিব্রত হননি তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় পর্ব মেটার পর ওয়াকফ যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের সঙ্গে দেখা হয় কল্যাণের। দেখা হতেই তাঁকে কটাক্ষ করেন কল্যাণ। আঙুল কাটার প্রসঙ্গ টেনে তাঁকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তা স্মরণ করিয়ে দেন। আবার ঘণ্টাখানেক পরেই সংসদ চত্বরে জগদম্বিকা মস্করা করে বোতল ছুঁড়ে আমার মাথায় মারতেন বলে মন্তব্য করতেই উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে দিতে তাঁর দিকে এগিয়ে গিয়ে কল্যাণের সহাস্য মন্তব্য, 'আপনাকে লক্ষ্য করে বোতল ছুঁড়লে তো আপনার মাথটাই থাকতে না।' জগদম্বিকাকে একপ্রকার জড়িয়ে ধরে কল্যাণের আরও মন্তব্য, "আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে, সেটা বাইরে, ব্যক্তিগত স্তরে। কিন্তু কমিটির বৈঠকে লড়াই চলবে। বিরোধিতা চালিয়েই যাব।" বুধবার দুপুর তিনটেতে ওয়াকফ যৌথ কমিটির বৈঠক রয়েছে। সেখানে কি হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিকমহলের।