shono
Advertisement

দীর্ঘদিন ভরতি থেকেও ভাঙা পায়ের চিকিৎসা পাননি HIV পজিটিভ রোগী, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার। The post দীর্ঘদিন ভরতি থেকেও ভাঙা পায়ের চিকিৎসা পাননি HIV পজিটিভ রোগী, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Aug 25, 2020Updated: 06:09 PM Aug 25, 2020

বাবুল হক, মালদহ: এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College & Hospital) বিরুদ্ধে। অভিযোগ, এক রোগী ভাঙা পা নিয়ে প্রায় দেড় মাস হাসপাতালে পড়ে রয়েছেন। কিন্তু চিকিৎসা পাননি। কারণ, তিনি এইচআইভি আক্রান্ত। বাধ্য হয়ে চিকিৎসার দাবিতে জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ওই রোগীর পরিবার। সূত্রের খবর, ঘটনাটি জানাজানি হওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল চিকিৎসক পার্থপ্রতিম মুখোপাধ্যায়।

Advertisement

জানা গিয়েছে, মালদহের ইংরেজবাজারের মাধবনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। পেশায় রংমিস্ত্রি তিনি। মে মাসে একটি নির্মীয়মাণ ভবনের তিনতলায় উঠে কাজ করছিলেন। সেই সময় পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। ডান পা ভেঙে যায়। তড়িঘড়ি তাঁকে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর চিকিৎসকরা জানায়, তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করতে হবে। নিয়ম মেনে রক্ত পরীক্ষা করা হয়। তখনই জানা যায়, ওই ব্যক্তি এইচআইভি পজিটিভ। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিবারকে জানায়, তাঁদের পক্ষে ওই রোগীর চিকিৎসা করা সম্ভব নয়। কারণ, পরিকাঠামো নেই। তখন ওই রংমিস্ত্রিকে ভরতি করা হয় মালদহ মেডিক্যালে।

[আরও পড়ুন: চিকিৎসা মিলবে, কিন্তু পড়শি রাজ্যের কোভিড কেস বাংলায় কাউন্ট হবে না: মুখ্যমন্ত্রী]

পরিবারের অভিযোগ, জুন মাসে ওই ব্যক্তিকে ভরতি করা হলেও এইচআইভি সংক্রমণের কারণে এখনও তাঁর অস্ত্রোপচার করেনি হাসপাতাল। কার্যত বিনা চিকিৎসায় হাসপাতালে রয়েছেন ওই রোগী। ফলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তির পরিবার। এবিষয়ে হাসপাতালের অধ্যক্ষ বলেন, অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয় খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা শুনে তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “বিনা চিকিৎসায় এই রাজ্যে কেউ মারা যাবে না। এটা সরকারের ঘোষিত নীতি। ওই রোগীর যা চিকিৎসা করানো সম্ভব, তা সম্পূর্ণ করানো হবে। শাসকদল ও সরকার ওনার পাশে রয়েছে।”

[আরও পড়ুন: ‘আমফানের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শেষ করুন ৭ দিনের মধ্যে’, প্রশাসনিক কর্তাদের কড়া নির্দেশ মমতার]

The post দীর্ঘদিন ভরতি থেকেও ভাঙা পায়ের চিকিৎসা পাননি HIV পজিটিভ রোগী, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement