shono
Advertisement

Breaking News

স্নানের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ, অপমানে আত্মঘাতী তরুণী

ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত৷ The post স্নানের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ, অপমানে আত্মঘাতী তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Aug 17, 2019Updated: 05:12 PM Aug 17, 2019

সুকুমার সরকার, ঢাকা: স্নানের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণের হুমকি৷ তাতে অপমানিত হয়ে আত্মঘাতী হলেন এক তরুণী৷ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়৷ মর্মান্তিক ঘটনায় ফুঁসছে বাংলাদেশের টামটা দক্ষিণ ইউনিয়ন৷ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও অধরা সে৷

Advertisement

[আরও পড়ুন: ফের অগ্নিগ্রাসে ঢাকা, পুড়ে ছাই অন্তত ৩ হাজার ঘর]

২০১৬ সালে তৌকির আহমেদ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই তরুণী৷ পরিবারের সম্মতিতে বিয়েও হয় দু’জনের৷ তবে বর্তমানে কর্মসূত্রে ওই যুবক সৌদি আরবে থাকেন৷ গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গে থাকতেন ওই গৃহবধূ৷ গত ১১ আগস্ট তাঁর শাশুড়ি কেনাকাটা করতে হাজিগঞ্জ বাজারে যান৷ বাড়ির কাজ মিটিয়ে স্নান করে নেন তরুণী৷ সেই সময় হাসান পাটওয়ারি নামে এক প্রতিবেশী যুবক ওই গৃহবধূর কাছে আসে৷ সে তরুণীকে জানায় মোবাইলে নাকি গৃহবধূর স্নানের ভিডিও করে রেখেছে৷ অভিযোগ, এরপর বিষয়টি ধামাচাপা দিতে গৃহবধূর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় সে৷ ওই যুবক তরুণীকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷

[আরও পড়ুন: অবশেষে দেশে ফিরবেন রোহিঙ্গারা, খুশির হওয়া বাংলাদেশে]

ফোনে স্বামীকে গোটা ঘটনাটি জানান নির্যাতিতা৷ তবে লাগাতার হুমকি, ধর্ষণের অপমান সহ্য করতে পারেননি তিনি৷ মানসিক যন্ত্রণায় তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তরুণী৷ গৃহবধূর শাশুড়ি শাহরাস্তি থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন৷ অভিযুক্ত হাসান পাটওয়ারির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে৷ ঘটনার পর থেকে অধরা সে৷ মামলার পরিপ্রেক্ষিতে শাহরাস্তি থানার পুলিশ আধিকারিক শাহ আলম বলেন, ‘‘তরুণীর মৃত্যুর কারণ স্পষ্ট৷ আমরা জানতে পেরেছি,  মোবাইলে  তাঁর ছবি তোলার ফলেই অভিমানে আত্মঘাতী হয়েছেন তিনি৷’’

The post স্নানের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ, অপমানে আত্মঘাতী তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement