তারক চক্রবর্তী, শিলিগুড়ি: দিনেদুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে শিশু চুরি! মায়ের অভিযোগ, একমহিলা বাচ্চাটিকে সামলানোর কথা বলে তাকে নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাসপাতালে। খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। ২৪ বছর বয়সী রঞ্জিতা সিংহ নামে এক মহিলা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে সন্তান জন্ম দেন। তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে বুধবার ভোরবেলা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। রঞ্জিতাদেবীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খাওয়ার সময় এক মহিলা তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। তাঁর সদ্যোজাত সন্তানকে নিজের কাছে রাখেন। কয়েক মুহূর্তেই মধ্যেই নাকি সেই মহিলা ও শিশু দু’জনই নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।
[আরও পড়ুন: মানসিক অশান্তি! কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী পুলিশ কর্মী]
ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে তদন্ত কমিটির গঠন করার কথা জানিয়েছেন সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তিনি বলেন, “ভিজিটিং আওয়ারে বাইরের মানুষেরা হাসপাতালে এসেছিলেন, ফলে ওই মহিলা কে ছিলেন তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।”