shono
Advertisement

বিজেপি মুখপাত্রকে লক্ষ্য করে জুতো, সুর কাটল সাংবাদিক বৈঠকের

সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে অসন্তোষের জেরে এই ঘটনা, কবুল অভিযুক্তের৷ The post বিজেপি মুখপাত্রকে লক্ষ্য করে জুতো, সুর কাটল সাংবাদিক বৈঠকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Apr 18, 2019Updated: 03:41 PM Apr 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলন করছিলেন বিজেপির বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও ৷ চতুর্দিক নিস্তব্ধ৷ আচমকাই দূর থেকে উড়ে এল একটি জুতো৷ বিজেপি নেতার গায়েও লাগল জুতোর আঘাত৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরের এই ঘটনার ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

Advertisement

[ আরও পড়ুন: মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করল বিজেপি]

কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে ভোপাল থেকে বিজেপির হয়ে কে ভোটে লড়বেন, তা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা৷ শোনা যাচ্ছিলসম্ভাব্য বেশ কয়েকজনের নামও৷ কিন্তু আচমকাই আনুষ্ঠানিকভাবে বুধবার গেরুয়া শিবিরে নাম লেখান সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ আর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই দলের তরফে ‘উপহার’ও পেয়ে যান মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত৷ বিজেপির তরফে জানানো হয়, কংগ্রেসের শক্ত ঘাঁটি ভোপাল থেকেই ভোটে লড়বেন সাধ্বী৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তকে ভোটে দাঁড় করানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ান রাজনীতিকরা৷ তা নিয়ে দলের অন্দরেও মতবিরোধের শেষ নেই৷

[ আরও পড়ুন: প্রত্যাশার তুলনায় কমতে পারে বিজেপির আসন! দাবি দুই সমীক্ষক সংস্থার]

কিন্তু দল নিজের সিদ্ধান্তে অবিচল৷ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে কেন প্রার্থী করা হল, সে বিষয়ে সাফাই দিতেই বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকা হয়৷ তাতেই বক্তব্য রাখছিলেন দলের অন্যতম মুখপাত্র জিভিএল নরসিমা রাও৷ সেই সময় দূর থেকে একটি জুতো ছোঁড়া হয়৷ কুকর্মটি করেন কানপুরের বাসিন্দা শক্তি ভার্গব নামে এক ব্যক্তি৷ তিনি চিকিৎসক হিসাবে পরিচিত৷ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে বিজেপির সাফাই একেবারেই সহ্য করতে পারেননি৷ নেতার কথা মনমতো না হওয়ায় মেজাজ হারিয়ে এই কাজ করেন শক্তি৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে পাকড়াও করে বাইরে নিয়ে যান৷ ভার্গবের কাণ্ডে সাংবাদিক বৈঠকের সুর কাটায় অস্বস্তিতে গেরুয়া শিবির

The post বিজেপি মুখপাত্রকে লক্ষ্য করে জুতো, সুর কাটল সাংবাদিক বৈঠকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement