shono
Advertisement

ড্রেজার পরিষ্কারে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক, কাঠগড়ায় বন্দর কর্তৃপক্ষ

বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ অন্যান্য কর্মীদের৷ The post ড্রেজার পরিষ্কারে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক, কাঠগড়ায় বন্দর কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Mar 24, 2019Updated: 09:22 AM Mar 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেজার পরিষ্কার করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের এক কর্মী৷ ওই কর্মীর নাম মহম্মদ আকবর আলি৷ ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহের খোঁজ চালানো হচ্ছে৷ তবে এই ঘটনার পর থেকেই নিরাপত্তার দাবিতে বন্দরের গেটে বিক্ষোভ দেখান অন্যান্য কর্মীরা৷ তাঁদের দাবি, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বন্দর কর্তৃপক্ষকে৷ নাহলে কাজ বন্ধ থাকবে৷

Advertisement

[কলকাতা-কুনমিং বিমান পরিষেবা সীমিত হওয়ায় বাণিজ্যে প্রভাব, চিন্তিত চিন ]

জানা গিয়েছে, কয়েকদিন আগে বিচালি ঘাটের কাছে একটি ড্রেজার গঙ্গায় ডুবে যায়৷ শনিবার সেটিকে তুলে পরিষ্কার করার কাজ করছিলেন বন্দরের বেশ কয়েকজন কর্মী৷ ড্রেজারটি দড়ি দিয়ে অন্য জাহাজের সঙ্গে বাঁধা ছিল৷ কিন্তু হঠাৎ সেটি জলের আরও গভীরে চলে যায়৷ এরপর অন্যান্য কর্মীরা জল থেকে উঠে আসতে পারলেও, ডুবে যান মহম্মদ আকবর আলি৷ শনিবার থেকেই ডুবুরি নামিয়ে তাঁর দেহের খোঁজ চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ৷ কিন্তু রবিবার সকাল পর্যন্ত কোনও খোঁজ মেলেনি বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, শনিবার গঙ্গায় জোয়ার চলে আসায় এবং হঠাৎ জল বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে বাধাপ্রাপ্ত হন কর্মীরা৷

[নজরে দিল্লি, বাংলার পাশাপাশি অন্য ভাষাতেও প্রকাশ হবে তৃণমূলের ইস্তেহার]

এরপর রবিবার সকাল থেকেও ফের ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷ কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বন্দরের অন্যান্য কর্মীদের একাংশ৷ তাঁদের দাবি, শনিবার যে ঘটনা ঘটেছে, পরবর্তীকালে সেটা আবারও ঘটতে পারে৷ সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষকে তাঁদের নিরপত্তা নিশ্চিত করতে হবে৷ যা এতদিন হয়ে করা হয়নি৷ নাহলে তাঁদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠবে৷

The post ড্রেজার পরিষ্কারে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক, কাঠগড়ায় বন্দর কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement