shono
Advertisement

OMG! মাত্র ১ টাকা দরে বিকোল পেট্রল! কোথায় জানেন?

হু হু করে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম।
Posted: 03:24 PM Apr 15, 2022Updated: 04:33 PM Apr 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে বাড়ছে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। সেঞ্চুরি পার হয়ে গিয়েছে। তবুও কেন্দ্র কোনও পদক্ষেপ করছে না বলেই অভিযোগ। কেন্দ্রের বিরোধিতায় সরব অন্যান্য রাজনৈতিক দল। একাধিকবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। তবে এবার পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ দেখা গেল মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুরে। মাত্র ১ টাকা দরে পেট্রল বিক্রি করল ডঃ আম্বেদকর স্টুডেন্টস অ্যান্ড ইউথ প্যান্থার্স।

Advertisement

লিটার প্রতি মাত্র ১ টাকা দরে পেট্রল বিক্রি করেন ওই সংগঠনের সদস্যরা। প্রথম ৫০০ জন ক্রেতাই এই বিশেষ সুবিধা পান। সে প্রসঙ্গে ডঃ আম্বেদকর স্টুডেন্টস অ্যান্ড ইউথ প্যান্থার্সের নেতা মহেশ সর্বগোড়া বলেন, “নরেন্দ্র মোদি সরকারের আমলে লিটার প্রতি ১২০ টাকা দরেও বিক্রি হয়েছে পেট্রল। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই লিটার প্রতি ১ টাকা দরে পেট্রল বিক্রি করা হয়। সরকার তো আমাদের স্বস্তি দিতে পারবে না। তবে আমাদের মতো ছোট ছোট সংগঠন যদি এভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে উপকৃত হবেন সকলেই।”

[আরও পড়ুন: প্রেমিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে ‘গণধর্ষণ’, অভিযু্ক্ত ৫]

পেট্রল কিনতে গিয়ে হিমশিম আমজনতা। মাত্র ১ টাকা লিটার দরে পেট্রল বিক্রির কথা শুনে অবাক হয়ে যান তাঁরা। ওই পেট্রল পাম্পের সামনে ভিড়ও জমায় আমজনতা। তবে এ খবর জানাজানি হলে পেট্রল পাম্পের সামনে ভিড় যে হবে, সে আশঙ্কা ছিল সকলেরই। সে কারণে পেট্রল পাম্পের অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হয়।

লিটার প্রতি ১ টাকা দরে পেট্রল কিনতে পারায় খুশি ক্রেতা। তিনি বলেন, “আমি মাত্র এক টাকায় পেট্রল কিনে যথেষ্ট খুশি। মূল্যবৃদ্ধির বাজারে দিনের শেষে দু’পয়সা সঞ্চয় তো হল।” এ ধরনের অভিনব প্রতিবাদের পরেও পেট্রল, ডিজেলের দাম আদৌ কমে কিনা, সেদিকেই এখন নজর ক্রেতাদের।

[আরও পড়ুন: ধর্ষণের চেষ্টার অপমান ঢাকতে গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নাবালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার