শাহাজাদ হোসেন, ফরাক্কা: আইপিএলের বেটিংয়ের জন্য ২২ হাজার টাকা ধার নিয়েছিলেন ফরাক্কার এক যুবক। কিন্তু শোধ দিতে পারেননি। যার পরিণতি হল ভয়ংকর। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। সেই থেকেই বেপাত্তা তিনি। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে।
মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার অর্জুনপুরের জামাইপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম সাদ্দাম শেখ। তাঁর বয়স ৩০। পেশায় মুরগির ব্যবসায়ী। জানা গিয়েছে, আইপিএলের বেটিংয়ের জন্য অর্জুনপুরের শিবনগরের আনোয়ার শেখের থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলেন সাদ্দাম। ভেবেছিলেন বেটিংয়ে জিতে টাকা ফিরিয়ে দেবে। কিন্তু হেরে যান সাদ্দাম। যার জেরে ধারের টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলে ২২ হাজার টাকা সুদে আসলে বেড়ে হয় ২ লক্ষ। পরিবার সূত্রে খবর, সোমবার বিকেলে ওই টাকার দাবিতে আনোয়ার ও তাঁর দলবল সাদ্দামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
[আরও পড়ুন: নদিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে]
রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি সাদ্দাম। স্বাভাবিকভাবেই আশপাশের এলাকায় খোঁজখবর নেয় পরিবার। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। কোথাও হদিশ মেলেনি সাদ্দামের। এরপর মঙ্গলবার সকালে নদীর চড়ে মেলে ওই যুবকের মাফলার ও জুতো। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সাদ্দামের পরিবার। তাঁদের অভিযোগ, খলসি গঙ্গার চড়ে সাদ্দামকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে আনোয়ারের দলবল। এরপর খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয় দেহ। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ১ অভিযুক্তকে আটক করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজ চালানোর পাশাপাশি, সাদ্দামের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।