সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়া স্কুলবাসের দৌরাত্ম্য। সেক্টর ফাইভে (Sector V) পথ দুর্ঘটনা। পথেই প্রাণ গেল এক স্কুটি চালকের। স্কুলবাস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
নিহত লাল্টু বৈদ্য হাওড়ার (Howrah) সালকিয়ার বাসিন্দা। স্কুটিতে চড়েই নিত্যদিন যাতায়াত করতেন তিনি। ব্যতিক্রম হয়নি বুধবার সকালেও। এদিন স্কুটিতে চড়ে লাল্টু সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুলবাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওই স্কুটিচালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান লাল্টু। সেই সময় তাঁর উপর দিয়ে চলে যায় স্কুলবাসটি। পরিস্থিতি বেগতিক বুঝে আরও দ্রুত বেগে স্কুলবাস চালিয়ে ঘটনাস্থল ছাড়ে চালক।
[আরও পড়ুন: বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে লাঠি দিয়ে নির্মম মার, ভাইরাল অমানবিক ভিডিও]
এদিকে, দুর্ঘটনার (Accident) পরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। খবর পাওয়ামাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। লাল্টুকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে স্কুটিচালক লাল্টুর।
দুর্ঘটনার পর থেকেই পলাতক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বাসচালক। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ বাসচালকের খোঁজ তল্লাশি চালাচ্ছে। তবে এখনও ঘাতক বাস কিংবা বাসচালকের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত বহু অভিভাবকও। কারণ, স্কুলবাসে করে প্রতিদিন বহু ছাত্রছাত্রী স্কুলে যায়। এমন বেপরোয়া গতিতে স্কুলবাস চালালে যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ হতে পারে পড়ুয়াদেরও।