shono
Advertisement
Nadia

নষ্ট হচ্ছিল বাবার 'বাহন', তাঁর স্মৃতিতে সেই যন্ত্রাংশ দিয়ে কাঠের স্কুটি বানালেন ছেলে

প্রায় এক দশক আগে বাবাকে স্কুটি উপহার দিয়েছিলেন ছেলে।
Published By: Subhankar PatraPosted: 05:57 PM Feb 21, 2025Updated: 06:34 PM Feb 21, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রায় এক দশক আগে বাবাকে স্কুটি উপহার দিয়েছিলেন ছেলে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই বাহন কাছ ছাড়া করেননি বৃদ্ধ। তবে তিনি মারা যাওয়ার পর সেই স্কুটি পড়েছিল বাড়ির এক কোণে। সময়ের মরচে পড়ছিল লোহার যন্ত্রাংশে। নষ্ট হচ্ছিল স্কুটিটি। তাতে নজর যেতেই বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা নেন ছেলে। সেই স্কুটিটির যন্ত্রগুলি ব্যবহার করে বানিয়ে ফেলেছেন মেহগনি কাঠের স্কুটি।

Advertisement

নদিয়ার চাকদহের বালিয়াভাজা এলাকায় বাসিন্দা স্বপন সূত্রধর। পেশায় কাঠমিস্ত্রি তিনি। পাশাপাশি একটি খাবার হোটেল চালান। তরুণ বয়সে বাবাকে স্কুটি উপহার দিয়েছিলেন স্বপন। বাবার মৃত্যুর পর সেই স্কুটিটি নষ্ট হচ্ছিল। স্বপনবাবু তাঁর বাবার স্মৃতি চিরকাল অক্ষুণ্ণ রাখতে অভিনব উদ্যোগ নিয়েছেন।

নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন কাঠের স্কুটি। পেট্রোল চালিত এই স্কুটিটির সব কিছুই কাঠের। সিট থেকে লুকিং গ্লাস, পাদানি সবকিছুই কাঠের। এই নতুনের মোড়কে রয়েছে তাঁর বাবার ব্যবহার করা স্কুটারের যন্ত্রাংশ। এই স্কুটি নিয়ে রাস্তাতেও বেরিয়েছেন স্বপন। তবে এখন আরও কাজ বাকি রয়েছেন বলে জানিয়েছেন তিনি। স্বপনবাবুর কথায়, "বাবাকে ১৫-২০ বছর আগে বাবাকে স্কুটিটি কিনে দিয়েছিলাম। তবে প্রায় ১০ বছর আগে বাবা মারা যাওয়ার পর এটা পড়েই ছিল। নষ্ট হচ্ছিল। তাই ঠিক করি কাঠ দিয়েই গাড়িটিকে নতুন করে তৈরি করব।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই দশক আগে বাবাকে স্কুটি উপহার দিয়েছিলেন ছেলে।
  • জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই বাহন কাছ ছাড়া করেননি বৃদ্ধ।
  • তবে তিনি মারা যাওয়ার পর সেই স্কুটি পড়েছিল বাড়ির এক কোণে।
Advertisement