সুব্রত বিশ্বাস: রুটিরুজির টানে হাওড়া ডিভিশনের ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন বহু মহিলা। সেই সমস্ত রোজগেরে মহিলাদের নিয়ে বিশেষ ভাবনা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেই ভাবনাকে বাস্তবায়নের জন্য তিনি রেলকর্তাদের কাছে সরাসরি প্রস্তাবও দিলেন। হাওড়া ডিভিশনে মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য লেডিস স্পেশাল ট্রেন, অতিরিক্ত বগির দাবি তুললেন তিনি।
সোমবার জোনাল রেলের ইউজার্স কনসালটেটিভ কমিটির বৈঠকে পূর্ব রেলের জিএমের কাছে লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছেন রচনা। আরও জানিয়েছেন, পুরো রেক মহিলাদের জন্য না দেওয়া গেলে অন্তত বগির সংখ্যা বাড়ানো হোক। খামারগাছি-জিরাটের মাঝে রুকেশপুরে হল্ট স্টেশনের দাবিও করেন তিনি। পাশাপাশি বর্ধমান কর্ড শাখায় গুড়াপ স্টেশনে ভিড়ের চাপ এড়াতে ফুট ওভারব্রিজ করার দাবি করেছেন তারকা সাংসদ।
সাংসদ খলিলুর রহমান ধুলিয়ানগঙ্গায় একটা রোড ওভারব্রিজ তৈরির জন্য রেলের কাছে প্রস্তাব দেন। পাশাপাশি নশিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গগামী ট্রেন চালানোর দাবি করেন তিনি। এদিন তাজবেঙ্গল হোটেলে জেডআরইউসিসির বৈঠকে উপস্থিত ২১জন সদস্যর মধ্যে রাজ্যের সঙ্গে বিহার ও ঝাড়াখণ্ডের সাংসদ ও বিধায়করা ছিলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর, মিতালি বাগ, লালনকুমার, ব্রহ্মলাল মুর্মু-সহ আরও সদস্যরা। পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউসকর চলতি বছরের রেলের কাজের ফিরিস্তি দেন সাংসদদের সামনে। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব রেলের বিভাগীয় প্রধানরা।