shono
Advertisement
Goat

গল্পের গরু নয়, বাস্তবের ছাগল ঘাস খাচ্ছে বিদ্যুতের তারে উঠে! ভিডিও ভাইরাল হতেই হাসির রোল

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সর্বত্র ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে ভিডিওটি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:06 PM Apr 07, 2025Updated: 09:14 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পের গরু গাছে ওঠে তো শুনেছেন। কিন্তু কখনও বাস্তবের ছাগলকে বিদ্যুতের খুঁটি বেয়ে তারে উঠতে দেখেছেন? হ্যাঁ, এমনটাই ঘটেছে। খিদের পেটে সবুজ সবুজ ঘাস খাওয়ার লোভ কী আর সামলানো যায়। দিব্যি তারের উপর দাঁড়িয়ে এক মনে ঘাস খাচ্ছে সে। এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

Advertisement

ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। মাঠ ছেড়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছিল ছাগলটি। কোথাও যদি একটু সবুজ ঘাস পাওয়া যায়। ঘুরতেই ঘুরতেই তার নজর যায় বিদ্যুতের তারের উপরে। ব্যাস, কোনওভাবে খুঁটি বেয়ে উপরে উঠে পড়ে সে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুন্দর তারের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে ছাগলটি। আর নিচে এই কাণ্ড দেখে হতবাক পথচলতি লোকজন। সকলেই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সেই 'বিরল' মুহূর্ত।

তারপর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সর্বত্র ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে ভিডিওটি। ছাগলটির কাণ্ড কারখানা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওর নিচে কেউ লিখেছেন, 'খাবারের লোভে কত কাণ্ড ঘটাল ছাগলটি।' কেউ আবার উদ্বেগ প্রকাশ করে বলছেন, 'কোনওভাবে ছাগলটি পা ফসকে নিচে পড়লে বড় বিপদ হত।' তবে অনেকেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কীভাবে ছাগলটি বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠল, আবার সরু তারের উপর দাঁড়িয়েও থাকল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই দাবি করছেন এ ভিডিও এআই দিয়ে তৈরি। তবে নেট দুনিয়ায় একটু ঢুঁ মারলে এমন অনেক অদ্ভুত ঘটনাই নজরে আসে মাঝেমধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। মাঠ ছেড়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছিল ছাগলটি।
  • কোথাও যদি একটু সবুজ ঘাস পাওয়া যায়। ঘুরতেই ঘুরতেই তার নজর যায় বিদ্যুতের তারের উপরে।
  • কোনওভাবে খুঁটি বেয়ে উপরে উঠে পড়ে সে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুন্দর তারের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে ছাগলটি।
Advertisement