নব্যেন্দু হাজরা: নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে সিটে বসে রয়েছেন যাত্রীরা। আর এক ব্যক্তি কামরার মধ্যেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকের মুখেই মাস্ক। ছুটছে মেট্রো। সাইকেল নিয়ে মেট্রোর কোচে দাঁড়িয়ে এক ব্যক্তির সফর করার ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। লকডাউনের মধ্যে মেট্রো যেখানে বন্ধ সেখানে কি করে এক যাত্রী সাইকেল নিয়ে ট্রেনে উঠে পড়লেন! তাঁদের প্রশ্ন, কলকাতার ঐতিহ্য পাতাল রেলে ওই ব্যক্তি সাইকেল নিয়ে উঠলেন অথচ কারও নজরে এল না! ট্রেনের কোচে তো আরও যাত্রী বসে রয়েছেন, তারা কেন কেউ আটকালেন না!
মেট্রো সূত্রে খবর, লকডাউনের কারণে এখনও যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা বন্ধ। সকাল বিকেল দু’টি করে ট্রেন চলছে। তাতে মেট্রো কর্মীরাই এক স্টেশন থেকে অন্যত্র যান। প্রয়োজন মতো বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। বিশেষ এই ট্রেনকে ‘স্টাফ স্পেশ্যাল’ নাম দেওয়া হয়েছে। ট্রেন রোজ সকাল ১০টা নাগাদ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে ছাড়ছে। অন্যদিকে বিকেল চারটে নাগাদ ওই দুই স্টেশনে ফিরছে। নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামছে ট্রেন। ফলে ওই ব্যক্তি যে মেট্রোরই কর্মী সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত মেট্রোর কর্তারা। বিষয়টি তাদের নজরে আনলে জানানো হয়েছে, দ্রুত ওই কর্মীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে সাইকেল নিয়ে মেট্রোয় উঠে তিনি একেবারেই ঠিক করেননি।
[আরও পড়ুন: বেসরকারি স্কুলের ফি কি বাড়ছে? সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিল কর্তৃপক্ষ]
প্রায় দু’মাস বন্ধ থাকার পর চাকা গড়িয়েছে মেট্রোর। সকাল এবং বিকেলে মেট্রো কর্মীদের নিয়ে ছুটছে ট্রেন। চলছে ট্রায়াল রান। তার মধ্যেই এই বিপত্তি। প্রশ্ন উঠেছে স্টেশনে কর্তব্যরত আরপিএফের ভূমিকা নিয়েও। কারণ ওই ব্যক্তি তো হঠাৎ করে সাইকেল নিয়ে ট্রেনের কামরায় উঠে পড়েননি। তাঁকে স্টেশনে ঢুকতে হয়েছে। এফসি গেট পেরোতে হয়েছে। সিঁড়ি দিয়ে সাইকেল নিয়ে উঠতে বা নামতে হয়েছে। এবং তা অন্য মেট্রো কর্মীদের সামনে দিয়েই। তবু অন্য মেট্রোর কর্মী বা আরপিএফরা কেন তাঁকে সেই সময় আটকালেন না সেই প্রশ্নই উঠেছে। বিষয়টি রবিবার দুপুরে মেট্রো কর্তৃপক্ষের নজরে আনা হলে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যাত্রীকে চিহ্নিত করার কাজ হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিষয়টি দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
[আরও পড়ুন: বেসরকারি স্কুলের ফি কি বাড়ছে? সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিল কর্তৃপক্ষ]
The post OMG! সাইকেল নিয়ে কলকাতা মেট্রোয় চড়ল যুবক, নেটদুনিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.