shono
Advertisement

নেশামুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন! ক্ষোভে ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

এক সপ্তাহ আগে কিশোরকে পাঠানো হয়েছিল রিহ্যাবে।
Posted: 02:09 PM Oct 13, 2023Updated: 04:47 PM Oct 13, 2023

বিক্রম রায়, কোচবিহার: নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে। ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সইফুল আলি। বয়স ১৭ বছর। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দোলমেলার মাঠ এলাকার বাসিন্দা ওই কিশোর। সূত্রের খবর, সম্প্রতি মদ, গাঁজার প্রতি আসক্ত হয়ে পড়েছিল ওই কিশোর। পরিবারের লোকজন সেই কারণে কিশোরকে স্থানীয় একটি নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যায় সপ্তাহখানেক আগে। শুক্রবার সকালে ওই রিহ্যাব থেকে ফোন করা হয় কিশোরের বাড়িতে। জানানো হয়, কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকদের তড়িঘড়ি যেতে বলা হয়। তাঁরা হাসপাতালে গিয়ে জানতে পারে সইফুলের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

[আরও পড়ুন: Durga Puja 2023 Weather Update: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস]

পরিবারের অভিযোগ, ওই কিশোরকে ছ্যাঁকা দেওয়া হয়েছে। করা হয়েছে মারধরও। দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পরিবারের দাবি, অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে কিশোরের। এদিন ক্ষোভে নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা।

[আরও পড়ুন: ৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’ করে বেপাত্তা মা! হাড়হিম ঘটনা পুরুলিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার