shono
Advertisement

চারদিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরেই মিলল শিশুর ক্ষতবিক্ষত দেহ, শোরগোল অন্ডালে

খুন করা হয়েছে শিশুকে, অনুমান পুলিশের।
Posted: 04:25 PM Jul 10, 2022Updated: 04:53 PM Jul 10, 2022

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চারদিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির কাছ থেকে উদ্ধার হল সৌরভ বাউরির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের (Andal) অন্ডাল থানার মাধবপুর কোলিয়ারি এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ফলে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে খুদেকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ জুলাই বেলা তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মাধবপুরের বাউরি পাড়ার বাসিন্দা সৌরভ বাউরি (৭)। খেলা শেষে তার বন্ধুরা বাড়ি ফিরে এলেও সৌরভ বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরদিন বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়রি করেন তার পরিবারের লোকেরা। শিশুটিকে খুঁজতে পুলিশ গড়িমসি করার অভিযোগে শুক্রবার পরিবার ও আত্মীয় স্বজনরা অন্ডাল থানায় তুমুল বিক্ষোভও দেখান। নিখোঁজ হওয়ার পাঁচদিনের মাথায় রবিবার সকালে বাড়ি থেকে ৬০-৭০ মিটার দূরে একটা জঙ্গল থেকে নিখোঁজ সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। 

[আরও পড়ুন: রথের মেলায় গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, ১০ ফুট দূরে গিয়ে পড়লেন বিক্রেতা]

শিশুটির শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রাই দেহটি পড়ে থাকতে দেখে অন্ডাল থানায় খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের ধারণা শিশুটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃত সৌরভের বাবা সরোজ বাউরি বলেন, “আমরা আগেই সন্দেহ করেছিলাম ছেলের কিছু একটা হয়েছে। পুলিশ তৎপর হলে এই ঘটনা ঘটত না।”

২৪ ঘণ্টার মধ্যে খুনের কারণ ও খুনিদের গ্রেপ্তার করা না হলে ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। মৃতের বন্ধু ও তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পারিবারিক কোনও বিবাদের জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “প্রাথমিকভাবে খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।” 

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই শান্তা ছেত্রীর পদ ছাড়া নিয়ে জল্পনা! কী বললেন নেত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার