শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাবা-মায়ের মধ্যে ঝামেলা বেঁধেছিল। তার জেরে বাবার হাতেই প্রাণ গেল খুদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola)। কান্নায় ভেঙে পড়েছে শিশুটির মা।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালখোলার বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েতের সোনা রামপুরের বাসিন্দা ওই শিশুটি। তার বাবা ফেকারুল পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তবে বর্তমানে বাড়িতেই রয়েছে সে। এদিকে কাজ না থাকায় আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবার রাতে স্ত্রী ফেকারুলকে আটা আনতে বলে। তখনই শুরু হয় অশান্তি। অভিযোগ, সেই ঝামেলা চলাকালীন ১ বছর ২ মাস বয়সের মেয়ের গলা টিপে ধরে যুবক।
[আরও পড়ুন: ‘খেলা হবে’র পর পুলিশকে জুতোর মালা পরানোর হুমকি, ফের ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদী পোস্টার]
অভিযোগ, এরপর নিজেই মেয়ের দেহ বাড়ির পাশে সুধানি নদীতে ফেলে দেয় ফেকারুল। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারার পরই তারা থানায় খবর দেয়। এরপরই পুলিশ যায় ঘটনাস্থলে। তারা দেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে খুদের মৃত্যু কারণ।
সূত্রের খবর, এ বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বধূ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায়শই ওই দম্পতির মধ্যে অশান্তি হত। তবে তার পরিণতি যে এতটা ভয়ংকর হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।