shono
Advertisement

Breaking News

খাস কলকাতায় ফের নাবালিকার শ্লীলতাহানি! অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

এখনও উত্তপ্ত এলাকা।
Posted: 10:55 AM Feb 08, 2021Updated: 11:48 AM Feb 08, 2021

অর্ণব আইচ: জোড়াবাগান (Jorabagan) কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এই পরিস্থিতিতে ফের খাস কলকাতায় শ্লীলতাহানির শিকার এক নাবালিকা। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। রণক্ষেত্রের চেহারা নেয় রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারির দক্ষিণপাড়া এলাকা।

Advertisement

জানা গিয়েছে, বছর নয়েকের ওই বালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবারের সঙ্গে পুটিয়ারিতে থাকে সে। রবিবার স্থানীয় ক্লাবের মাঠে খেলা চলছিল। সেখানে গিয়েছিল সে। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানায় তারক সাহা নামে এক ব্যক্তি আপত্তিকরভাবে তার গায়ে হাত দিয়েছে। এমনকী অভিযুক্ত ওই খুদেকে নিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করানোর চেষ্টা করায় বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা চড়াও হন অভিযুক্তের বাড়িতে। অভিযুক্তকে মারধরের পাশাপাশি তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আক্রান্ত হন এলাকার একজন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার বিশাল পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: বাম-কংগ্রেস-তৃণমূলের ম্যাচ ফিক্সিং! মোদির বিস্ফোরক অভিযোগে তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের]

জোড়াবাগান কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেকে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে ফের এহেন ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শিশু নিরাপত্তা নিয়ে।

[আরও পড়ুন: ‘অনেক ফাউল করেছেন, এবার মানুষ আপনাকে রাম কার্ড দেখাবে’, মমতাকে কটাক্ষ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement