shono
Advertisement

Breaking News

মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য পর্ণশ্রীতে

পকসো আইনে দায়ের হয়েছে মামলা।
Posted: 09:00 AM Dec 29, 2023Updated: 10:08 AM Dec 29, 2023

অর্ণব আইচ: বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলল নাবালিকা কন‌্যা। ওই কিশোরীর বাবা পেশায় পুলিশকর্মী বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নাবালিকা। তারই ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই পুলিশকর্মীর সঙ্গে তাঁর স্ত্রীর সুসম্পর্ক নেই। সেই কারণে স্ত্রী আলাদা থাকেন। নাবালিকা মেয়েকে নিয়ে বাড়িতে থাকে ওই পুলিশকর্মী। পুলিশের কাছে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার উপর একাধিকবার যৌন নির্যাতন চালায় তার বাবা। নাবালিকা বাধা দিতে গেলে তাকে তার বাবা হুমকিও দেয় বলে অভিযোগ। প্রথমে ভয়ে কাউকে কিছু না জানালেও শেষ পর্যন্ত কয়েকজন পরিচিতকে সঙ্গে নিয়ে সে পর্ণশ্রী থানায় যায়।

[আরও পড়ুন: ‘আমাকে রিপোর্ট করুন’, চব্বিশের আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার]

প্রথমে বাবার বিরুদ্ধে অভিযোগ না জানাতে চাইলেও পুলিশ আধিকারিকরা তাকে অভয় দেন। কান্নায় ভেঙে পড়ে সে। এর পরই সে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে নাবালিকার মেডিক‌্যাল পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: সামনেই রামমন্দিরের উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement