shono
Advertisement

কানের অস্ত্রোপচার করতে গিয়ে শিশুমৃত্যু! বর্ধমান মেডিক্যালের ২ চিকিৎসকের বিরুদ্ধে থানায় পরিবার

ক্ষোভে ফেটে পড়েছে শিশুর পরিবার।
Posted: 08:11 PM Sep 28, 2023Updated: 09:00 PM Sep 28, 2023

অর্ক দে, বর্ধমান: কানের অস্ত্রোপচার করতে গিয়ে আট বছরের শিশুর মৃত্যু। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মৃত শিশু পরিবার।

Advertisement

জানা গিয়েছে, প্রায় দুবছর আগে থেকে বর্ধমান মেডিক্যালের কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা কানের চিকিৎসা চলছিল ওই শিশুর। বর্ধমান ১ নম্বর ব্লকের তালিত গ্রামের বাসিন্দা সে। গত ২২ সেপ্টেম্বর বর্ধমান হাসপাতালে কানের অস্ত্রোপচারে জন্য ভর্তি হয় শিশুটি। মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। অভিযোগ, অস্ত্রোপচারের দীর্ঘক্ষণ পরও তার জ্ঞান ফেরেনি। পরিবারের লোকজন দেখা করতে চাইলে তাদের দেখা করতেও দেওয়া হয়নি। এর পর শিশুটিকে আই সি ইউ এবং পরে শিশু বিভাগে স্থানান্তর করা হয়। বুধবার রাত প্রায় দুটো নাগাদ পরিবারকে জানানো হয়, শিশুটি মারা গিয়েছে।

[আরও পড়ুন: Sourav Ganguly: স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হওয়ায় সমালোচনা, মোক্ষম জবাব সৌরভের]

বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বরে। ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগ পত্রে দুই চিকিৎসকের নাম এবং রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে। শিশুর বাবা শ্রীকান্ত দাস বলেন, “অস্ত্রোপচারের পর মেয়ে কেমন আছে জানতে চাইলে আমাদের কিছু জানানো হয়নি। আমাদের কার্যত অন্ধকারে রেখে প্রথমে আই সি ইউ পরে শিশু বিভাগে স্থানান্তর করা হয়। তার পর জানানো হয়েছে, মেয়ে মারা গেছে। আমরা ওই দুই চিকিৎসকের উপযুক্ত শাস্তি চাইছি।” হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ” এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে দেহটি ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

[আরও পড়ুন: Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গুর বলি আরও ১, হাসপাতালে ভরতির পরের দিনই মৃত্যু প্রৌঢ়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার