সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতির বদল হতে সময় লাগে না। কদিন আগে বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গোষ্ঠী। এইসঙ্গে ভারতীয় এই কোম্পানি হুঁশিয়ারি দিয়েছিল, ৭ নভেম্বরের মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এবার হাসিনার আমলে হওয়া আদানি গোষ্ঠীর সেই বিদ্যুৎচুক্তি খতিয়ে দেখার কথা জানাল মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও খবর। রবিবার বিবৃতিতে ঠিক কী জানিয়েছে ইউনুস সরকার?
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎচুক্তিগুলির শর্ত খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন অনুসারে সেগুলিকে পুনর্মূল্যায়ন করা হবে। এমনকী চুক্তি বাতিলও করা হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, "বিদ্যুৎ, শক্তি এবং খনিজ সম্পদ দপ্তর বিষয়ক মূল্যায়ন কমিটি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত চুক্তি খতিয়ে দেখার জন্য আইনি এবং তদন্তকারী সংস্থা নিয়োগের প্রস্তাব করছে।" বাণিজ্য চুক্তিগুলি করার নেপথ্যে অন্য কোনও বাধ্যবাধকতা ছিল কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলেও জানানো হয়েছে ইউনুস সরকারের বিবৃতিতে।
আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎচুক্তির পাশাপাশি আতশকাচের তলায় রয়েছে আরও ছয়টি সংস্থার বাণিজ্যচুক্তিও। এর মধ্যে একটি চিনের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। বাকি পাঁচটি সংস্থা হাসিনার দল আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলে একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। সব ক্ষেত্রেই হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বের কমিটি চুক্তিগুলি খতিয়ে দেখবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎচুক্তি বাতিল করলে বড় বিপদে পড়তে পারে আদানি গোষ্ঠী। মূলত বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার জন্যই ঝাড়খণ্ডের গোড্ডায় ১২৩৪ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল আদানিরা। যদিও সম্প্রতি অভ্যন্তরীণ বাজারেও বিদ্যৎ বিক্রির অনুমতি দিয়ে আদানি গোষ্ঠীকে বড় লোকসান থেকে মুক্তি দিয়েছে মোদি সরকার। এর মধ্যে ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানির। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার একটি আদালত।