shono
Advertisement

কৌশিকী চক্রবর্তীকে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার শিল্পীর গানের স্কুলের কর্মী

৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
Posted: 10:46 AM Jul 23, 2023Updated: 10:46 AM Jul 23, 2023

নিরুফা খাতুন: প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর (Kaushiki Chakraborty) কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আকাশ ভান্ডারি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা আকাশ। শিল্পীর গানের স্কুলে কাজ করতেন তিনি।

Advertisement

স্কুলের ব‌্যাংক অ‌্যাকাউন্টও তিনিই দেখাশোনা করতেন। ঠিক কী অভিযোগ আকাশের বিরুদ্ধে? জানা যাচ্ছে, ছাত্রীরা যে ফি দিতেন তা স্কুলের অ‌্যাকাউন্টে জমা না করে অভিযুক্ত নাকি নিজের অ‌্যাকাউন্টেই জমা করছিলেন। সম্প্রতি বিষয়টি সামনে আসে। ছাত্রীদের ফি-সহ প্রায় ২ লক্ষ ৩০০ টাকা অভিযুক্ত নিজের অ‌্যাকাউন্টে জমা করেছিলেন বলে অভিযোগ।

[আরও পড়ুন: সেকাল ও একাল! প্রসেনজিতের সঙ্গে পুরনো আর নতুন ছবি পোস্ট করলেন ভরত কল]

এরপরই শিল্পী লেক থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আচমকাই গানের স্কুল থেকে তাঁর আয় কমে গিয়েছে। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আকাশই তাঁদের টাকা অন্য অ্যাকাউন্টে জমা করতে বলেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ২৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

[আরও পড়ুন: অন্ধকার সিনেমা হলে দমবন্ধ পারমাণবিক বিস্ফোরণ! কেমন হল নোলানের ছবি Oppenheimer?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement