shono
Advertisement

দুর্নীতির অভিযোগ, বরখাস্ত আরপিএফের এক সিনিয়র কমান্ড্যান্ট ও দুই ইনস্পেক্টর

শনিবার আরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন সদ্য পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত আইজি এ কে মিশ্র। The post দুর্নীতির অভিযোগ, বরখাস্ত আরপিএফের এক সিনিয়র কমান্ড্যান্ট ও দুই ইনস্পেক্টর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Mar 30, 2019Updated: 02:24 PM Mar 30, 2019

সুব্রত বিশ্বাস: নির্বাচনের আগেই আরপিএফকে দুর্নীতিমুক্ত করতে উদ্যোগী রেল। একাধিক অভিযোগের ভিত্তিতে পূর্ব রেলের ধানবাদ ডিভিশনের আরপিএফের সিনিয়র কমান্ড্যান্টকে সাময়িকভাবে বরখাস্ত করলেন আরপিএফের ডিজি অরুণ কুমার। এমনকি, অনুমতি ছাড়া তার কলকাতার বাইরে যাওয়ার বিষয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে ধানবাদের সিনিয়র কমান্ড্যান্টের দায়িত্বে আরপিএফের গোরক্ষপুরের সিনিয়র কমান্ড্যান্ট বিবেকানন্দ নারায়ণ।

Advertisement

[আরও পড়ুন: মুনমুনের পোস্টারে মহানায়িকার ছবি, তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বাবুলের]

জানা গিয়েছে, আরপিএফ বিভাগের তরফে এত বড় পদক্ষেপ আগে নেওয়া হয়নি। সম্প্রতি দশ বা পনেরো বছরের বেশি শহরাঞ্চলে থাকা আরপিএফ অফিসার ও  কনস্টেবলদেরও বদলির নির্দেশ দিয়েছেন ডিজি। সূত্রের খবর, স্বচ্ছ বাহিনী গড়ার উদ্দেশেই এই কৌশল। সূত্রের খবর, শনিবার আরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন সদ্য পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত আইজি এ কে মিশ্র।

রেলের তরফে কোনওরকম অপরাধকে যে রেয়াত করা হবে না, এবার তা স্পষ্ট। কারণ, সম্প্রতি একাধিক আরপিএফ কর্মীদের বিরুদ্ধে নেওয়া কড়া পদক্ষেপে নিয়েছে রেল। সূত্রের খবর, ওয়াগন থেকে কয়লা চুরির ঘটনায় উদাসীনতার অভিযোগে দুই আরপিএফ ইনস্পেক্টরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পূর্ব রেলের আইজি। জানা গিয়েছে, বর্ধমানের ওয়াড়িয়া কোকওভেন প্ল্যান্ট থেকে মূল্যবান অস্ট্রেলিয়ান কোকডাস্ট বড় স্টিল প্ল্যান্টগুলিতে যায়। অভিযোগ, সেই সময় প্রায় চল্লিশ লক্ষ টাকার কোকডাস্ট চুরি যায়। অভিযোগ, এলাকায় কর্তব্যরত আরপিএফকে এই চুরির কথা জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি। শুক্রবার হাওড়া আরপিএফের কমান্ড্যান্ট ঘটনাস্থল পরিদর্শন করে এক রিপোর্ট দাখিল করেন আইজিকে। এরপরই আইজি দুর্গাপুরের ইনস্পেক্টর শ্রীমন্ত পাল ও অণ্ডালের আরপিএফ ইনস্পেক্টর জিতেন্দ্র পরিহারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও উদাসীনতার অভিযোগ এনে তাদের বরখাস্তের নির্দেশ দেন।

[আরও পড়ুন: ভোটের মুখে নয়া পরিসংখ্যান, বেআইনি সোনা ও মদ উদ্ধারে প্রথম পাঁচে বাংলা]স

সূত্রের খবর,  ওয়াগন থেকে দেদার এই কোকডাস্ট চুরির ঘটনা ঘটে। স্টিল প্ল্যান্টগুলির তরফে বারবার অভিযোগও করা হয়। অভিযোগ, এই চুরির ঘটনায় এক শ্রেণির রেলকর্মীরা সরাসরি যুক্ত। সেই কারণেই অভিযোগ সত্ত্বেও কোনও রিপোর্ট দাখিল হয় না। ফলে কমছে না চুরি। অভিযোগ, কয়লা চুরি এতটাই বেড়েছে যে কয়েকমাস কয়লা দপ্তর, রেলকর্তাদের সঙ্গে বৈঠকও করতে হয়েছে রেলমন্ত্রীকে। চুরি বাড়তে থাকায় রেল পরিবহণ থেকে এক প্রকার মুখ ঘোরাতে চেয়েছিল কয়লা দপ্তর। তারপরেই কয়লা চুরি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতেও ফল না মেলায়, এবার সরাসরি পদক্ষেপে হাত বাড়াল রেল। রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মীদের কোনওরকম দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না।   

The post দুর্নীতির অভিযোগ, বরখাস্ত আরপিএফের এক সিনিয়র কমান্ড্যান্ট ও দুই ইনস্পেক্টর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement