জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মামাতো বোনের শ্লীলতাহানির অভিযোগ। নাবালককে বেল্ট দিয়ে বেধড়ক মার মামা-মামীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মেদিয়াপাড়া এলাকায়। আদৌ ওই নাবালকের অপরাধী কি না, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত নাবালক উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মেদিয়াপাড়া এলাকার বাসিন্দা। সেখানে মামাবাড়িতে থাকে। ওই নাবালক দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকার বাসিন্দারা দেখেন বাড়িতে বেঁধে রেখে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে নাবালককে। মারের জেরে রীতিমতো রক্তাক্ত তার পিঠ। নজরে পড়তেই প্রতিবাদ জানান প্রতিবেশীরা। অভিযুক্ত দম্পতি দাবি করেন, ভাগ্নে তাঁদের বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ের শ্লীলতাহানি করেছে। তাই এই শাস্তি। এই অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা। তাঁদের কথায়, আক্রান্ত ছাত্র অত্যন্ত নিরীহ।
[আরও পড়ুন: সরছে নিম্নচাপ! তবে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণের দুর্যোগ কাটবে কবে?]
স্থানীয় সূত্রে খবর, ওই নাবালকের বাবা থাকে না। মায়ের সঙ্গে ওই নাবালক মামাবাড়িতে থাকত। মা পরিচারিকার কাজ করেন। তাই বর্তমানে ওই বাড়িতে নেই। ছেলেটি সেখানেই থাকত। মামা-মামীর মানসিক ভারসাম্যহীন মেয়েকে দেখাশোনা করত। স্থানীয়দের দাবি, নাবালকের বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়।