shono
Advertisement

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে স্কুলে নবম শ্রেণির ছাত্র! আতঙ্কিত সহপাঠীরা

আগ্নেয়াত্র কোথায় পেল ওই ছাত্র?
Posted: 02:15 PM Jan 03, 2024Updated: 02:15 PM Jan 03, 2024

রাজা দাস, বালুরঘাট: আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে নবম শ্রেণির ছাত্র! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের সুদর্শনপুরে। ইতিমধ্যেই অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল ওই কিশোর, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের পাথরঘাটা এলাকার সুদর্শনপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া ওই অভিযুক্ত কিশোর। বুধবার ওই স্কুলে বই বিতরণ অনুষ্ঠান ছিল। স্বাভাবিকভাবেই সকল পড়ুয়াই এসেছিল। অভিযুক্ত যুবকের আচরণে সন্দেহ হয় তার সহপাঠীদের। পড়ুয়াদের দাবি, চেপে ধরতেই কিশোরের ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। আতঙ্কিত হয়ে পড়ে সহপাঠিরা।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

তড়িঘড়ি খবর দেওয়া হয় বংশীহারি থানায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল রায় বলেন, “আমরা বিষয়টা জানতে পারি পড়ুয়াদের কাছ থেকে। ব্যাগে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। পুলিশ বিষয়টা দেখছে। এ বিষয়ে পুলিশ আধিকারিকরা বলেন, “তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে পড়ুয়া আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

[আরও পড়ুন: সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement