shono
Advertisement

Breaking News

যুদ্ধ নয়, শান্তির পায়রা ওড়াচ্ছে দুই দেশের খুদে নাগরিকরা

‘হিউম্যানস অফ পাকিস্তান’ নামে এক সাইটই জানাচ্ছে এই তিন খুদের বন্ধুত্বের গল্প৷ The post যুদ্ধ নয়, শান্তির পায়রা ওড়াচ্ছে দুই দেশের খুদে নাগরিকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:49 AM Oct 06, 2016Updated: 08:19 PM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তোরা যুদ্ধে করে করবি কি তা বল?’- এই প্রশ্নের উত্তর যেন কোনওদিনই মেলে না৷ যুদ্ধ করে তো সত্যি তেমন কিছু জেতা যায় না৷ তবে কেন যুদ্ধ যুদ্ধ খেলছে দুই দেশ? যুদ্ধের পর কি আর সীমান্তের এপারে থাকা বন্ধুর সঙ্গে রোজ দেখা হবে? এমনই নানা প্রশ্ন হয়ত ঘুরপাক খাচ্ছে দুই দেশের অনেক খুদের মনে৷ তেমনই তিন খুদের বন্ধুত্বের কাহিনি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

দুই দেশের সীমান্তে যখন যুদ্ধের আশঙ্কা কালো মেঘের মতো ঘনিয়েছে, তখন শান্তির পারাবত যেন উড়িয়ে দিল দুই দেশের খুদের নাগরিকদের কাহিনি৷ ইন্টারনেটকে মাধ্যম করেই শান্তির খোঁজে মগ্ন হয়েছিল তারা৷ ‘হিউম্যানস অফ পাকিস্তান’ নামে এক সাইটই জানাচ্ছে এই তিন খুদের বন্ধুত্বের গল্প৷

কী সেই কাহিনী? দুই বন্ধু নদীর ওপারে দাঁড়িয়ে থাকা তাদের বন্ধুর নাম জানে না৷ মাঝখানে বয়ে চলা নদী নাকি কূটনীতির বাধা কোনওদিন তাদের নাম জানার সুযোগ দেয়নি৷ স্কুল থেকে বাড়ি ফেরার পথেই দেখা হয় তিনজনের৷ তারা দাঁড়িয়ে থাকে নদীর দুই কূলে৷ এপাশের বন্ধু ঢিল ছোঁড়ে নদীতে, তারপর আরেকজন ছুঁড়বে, এভাবেই খেলা চলে৷ যার ঢিল বেশি দূরে যাবে সে বিজয়ী৷ এমনই নীরব বন্ধুত্বের সাক্ষী থাকে ওই নদী৷ তারা একে অপরের কাছে পরিচিত কেবল বন্ধু হিসেবে৷ এপারের দুই বন্ধু জানে নদী পেরলেই ভারতবর্ষের রাজ্য কাশ্মীর৷ তাই তাদের এই বন্ধু পাকিস্তানের বাসিন্দা নয়৷

কিন্তু তাতে কী? বন্ধুত্ব কী সীমানায় বেঁধে রাখা যায়?

পাকিস্তান আর ভারতের বিবাদে যখন দুই দেশের বন্ধুত্ব তলানিতে ঠেকেছে তখন এই অন্যরকম বন্ধুত্বের  কাহিনি মন জয় করেছে দুই দেশের বহু মানুষের৷

একদিকে, ভারত-পাক সমস্যার জেরে বলিউড থেকে নির্বাসিত হয়েছেন পাকিস্তানি অভিনেতারা৷ পাকিস্তান থেকেও ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে৷ কিন্তু আসন্ন যুদ্ধের পর আর কি কোনদিন দেখা হবে এদের? নাকি বারুদে ঢাকা পড়ে যাবে এদের শৈশব? এখনও প্রশ্ন অনেক, উত্তর নেই৷

এসব কাহিনি শেয়ার হয়, লাইক পায় কিন্তু যুদ্ধ আটকাতে পারে কি?

 

The post যুদ্ধ নয়, শান্তির পায়রা ওড়াচ্ছে দুই দেশের খুদে নাগরিকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement