সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে থেকে বালিকাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা! চিৎকার শুনে বাঁচাতে গিয়ে যৌন হেনস্তার শিকার বড় দিদি। পরে দুজনকেই খুনের অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অজয় দাস। সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুণের রাজগুরুনগর থানার অধীনে একটি ছোট হোটেলে রান্নার কাজ করত অজয়। সে যেখানে থাকত সেই বাড়ির পাশেই ৮ ও ৯ বছরের দুই বালিকাকে নিয়ে থাকতেন দম্পতি। ঘটনার দিন বাড়ির সামনেই খেলছিল দুই বালিকা। সেই সময় ধৃত ব্যক্তি ছোট বোনকে ঘরে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় চিৎকার শুনে অজয়ের ঘরে যায় ৯ বছরের দিদি। তারপর দুজনকে যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে বলে অভিযোগ।
বাড়িতে না ফেরায় স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ জানায় পরিবার। পুলিশি তল্লাশির সময় বাড়ির কাছেই একটি জলের ড্রামের ভিতর থেকে দুুই বালিকার দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, "আমরা খবর পাই অভিযুক্ত ব্যক্তি শহর ছেড়ে উত্তর ভারতের কোথাও পালিয়ে যাওয়ার ছক কষছিল। খবর পেয়ে পুণের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।" অভিযুক্তের গ্রেপ্তারের পর দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে নির্যাতিতাদের পরিবার ও স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।