shono
Advertisement

ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি স্কুল কর্তৃপক্ষের

ওই শিক্ষক যদিও ছাত্রীর অভিযোগ নস্যাৎ করেছেন৷ The post ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি স্কুল কর্তৃপক্ষের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM May 17, 2019Updated: 08:39 PM May 17, 2019

সুকুমার সরকার, ঢাকা: ছাত্রীর মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ ছবি পাওয়ার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছে ওই ছাত্রী৷ স্কুল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে শিক্ষকের বিরুদ্ধে শাস্তিরও দাবি জানিয়েছে ছাত্রী৷ যদিও এই ঘটনার পর থেকে বাংলাদেশের ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষক আপাতত এলাকাছাড়া৷

Advertisement

[ আরও পড়ুন: পাচারের জন্য বাড়তি যাত্রী, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় গ্রেপ্তার ৩]

জানা গিয়েছে, গত ১১ মে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠান শিক্ষক রেজাউল করিম৷ ছাত্রী ভয়ে সিঁটিয়ে যায়৷ অনেক জিজ্ঞাসাবাদের পর বাড়িতে গোটা ঘটনাটি জানায় সে৷ তারপর ওই ছবিটি প্রমাণ হিসেবে বেশ কয়েকজন শিক্ষককে মেসেঞ্জারেও পাঠিয়ে দেয়৷ জানানো হয় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেও৷

ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্কুলজুড়ে তোলপাড় শুরু হয়৷ অভিযুক্ত জীবন বিজ্ঞানের ওই শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন প্রধান শিক্ষক৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ওই শিক্ষক৷ তবে শিক্ষকের কথা বিনা তদন্তে মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷ পরিবর্তে এই ঘটনার তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছে৷ শরীরচর্চার শিক্ষক মাসুম বিল্লাহর নেতৃত্বাধীন কমিটি তদন্ত প্রক্রিয়া দেখবেন৷

[ আরও পড়ুন: বিদেশে পাচার করা হচ্ছে রোহিঙ্গা যুবতীদের, চক্রের সন্ধানে ঢাকা পুলিশ]

যদিও এই তদন্তের আওতায় পড়তে একেবারেই নারাজ অভিযুক্ত ওই স্কুলশিক্ষক৷ তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে মেসেঞ্জার থেকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে বলেই দাবি তাঁর৷ ঝালকাঠি সদর থানায় এনিয়ে নিজেই অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক৷ এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে স্কুলে যেতে বারণ করা হয়েছে৷ তবে ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর বিষয়টি জানাজানি এবং এত বড় আকার নেওয়ার পর থেকে বেপাত্তা অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম৷

The post ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি স্কুল কর্তৃপক্ষের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement