সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ সাত বাঙালি পর্যটক-সহ মোট ১১ জন। ১১ অক্টোবর উত্তরাখণ্ড থেকে রওনা দিয়েছিলেন প্রত্যেকে। ১৯ অক্টোবর হিমাচল প্রদেশের ছিটকুলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। বুধবার উত্তরকাশী জেলার বিপর্যয় মোকাবিলা টিমের কাছে বিষয়টি জানান ট্রেকিংয়ের উদ্যোক্তারা। বৃহস্পতিবার থেকেই ট্রেকিং টিমের খোঁজে ITBP জওয়ানদের বেরিয়ে পড়ার কথা।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হর্ষিল এলাকা থেকে রওনা দিয়েছিল ১১ সদস্যের ট্রেকারদের দলটি। এঁদের মধ্যে অনিতা রাওয়াত নামের দিল্লির এক ৩৮ বছরের মহিলা রয়েছে। বাকি সকলেই কলকাতার বাসিন্দা। উত্তরকাশী জেলার বিপর্যয় মোকাবিলা টিমের কাছে যে নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী বাঙালি পর্যটকদের তালিকায় রয়েছেন মিঠুন দাঁড়ি (৩১), তন্ময় তিওয়ারি (৩০), সাবিয়ান দাস (২৮), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), রিচার্ড মণ্ডল (৩০), সুকেন মাঝি (৪৩)।
[আরও পড়ুন: ভারতীয় সেনার প্রত্যাঘাত, দু’সপ্তাহে কাশ্মীরে নিকেশ ১৭ জেহাদি]
এঁরা ছাড়াও উত্তরকাশীর তিনজন রাঁধুনি ছিলেন ট্রেকিং দলের সঙ্গে। তাঁদের নাম দেবেন্দ্র (৩৭), জ্ঞানচন্দ্র (৩৩) ও উপেন্দ্র (৩২)। প্রত্যেকেই ১১ অক্টোবর রওনা দিয়েছিলেন হিমাচল প্রদেশের ছিটকুলের উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছননি। সংবাদসংস্থা এএনআইকে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, সম্ভবত উত্তরাখণ্ড ও হিমাচলের মাঝে থাকা লামখাগা পাসের কাছে আটকে রয়েছেন পর্যটকরা। বৃহস্পতিবার হেলিকপ্টার সার্ভেও করা হবে। ইতিমধ্যেই কিন্নৌর জেলা পুলিশ ও বন বিভাগের কর্মীরা সার্চ অপারেশন শুরু করে দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। আর তার জেরেই বন্যার পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। এমন পরিস্থিতিতে ট্রেকিং টিমের নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত পর্যটকমহল।