সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সৌমিত্র খাঁকে (Saumitra Khan) বেনজিরভাবে আক্রমণ করলেন যুব তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। নিশানা করলেন শুভেন্দু অধিকারীকেও। বললেন, “দল থেকে দু-একজন চলে গেলে তাতে কোনও ক্ষতি নেই।”
সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আলিকষা ২ নম্বর ব্লকে সভা করেন সুদীপ রাহা। সেখানে ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু, জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশিস চৌধুরী-সহ অন্যান্যরা। সেই সভা থেকেই সৌমিত্র খাঁকে ব্যক্তিগত আক্রমণ করে সুদীপ বলেন, “যে নিজের বউকে সামলাতে পারে না, তিনি কীভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন!” এরপরই নিশানা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বলেন, “ক্ষমতা থাকলে নিরাপত্তারক্ষী ছাড়া সভা করে দেখাক উনি।” সেইসঙ্গে বুঝিয়ে দেন শুভেন্দু-সহ অন্যান্য নেতাদের দলত্যাগ তৃণমূলে কোনও প্রভাবই ফেলবে না। বলেন, “আমাদের দল নেতাদের নিয়ে তৈরি নয়। কর্মীদের নিয়ে তৈরি। তাই কর্মীরা থাকলে দল থাকবে। দু-একজন নেতা দল থেকে বেরিয়ে গেলে তাতে আমাদের কোনও ক্ষতি নেই।”
[আরও পড়ুন: শিক্ষিকার আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি, চুনকালি মাখিয়ে জুতোপেটা অধ্যক্ষকে]
একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক-বিরোধী তরজা যেন ততই বাড়ছে। প্রতিপক্ষকে কার্যত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছেন নেতারা। বারবার বিজেপি নেতাদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ করছে তৃণমূল। আর বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার ডায়মন্ড হারবারের সাংসদকে ‘ভাইপো’ বলে কটাক্ষ করছেন তাঁরা। বারবার অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।