shono
Advertisement

কথা রাখলেন তৃণমূল নেতা, শর্তপূরণ হতেই শাড়ি নিয়ে হাজির বনগাঁর করোনামুক্ত আদিবাসী পাড়ায়

৮ জুন অবধি এলাকা করোনামুক্ত থাকলে শাড়ি বিলির প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। The post কথা রাখলেন তৃণমূল নেতা, শর্তপূরণ হতেই শাড়ি নিয়ে হাজির বনগাঁর করোনামুক্ত আদিবাসী পাড়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Jun 10, 2020Updated: 04:00 PM Jun 10, 2020

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কথা রাখলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তথা আরটিও (RTO) বোর্ডের সদস্য গোপাল শেঠ। ৮ জুন পর্যন্ত এলাকা করোনামুক্ত রাখতে সক্ষম হওয়ায় ঘোষণা অনুযায়ী আদিবাসী অধুষ্যিত পারুই জেলে পাড়ার মহিলাদের হাতে তুলে দিলেন শাড়ি। নতুন শাড়ি হাতে পেয়ে খুশি মহিলারা।

Advertisement

চলতি বছরের মার্চ থেকেই করোনা আতঙ্কে স্তত্র গোটা দেশ। একই অবস্থা এরাজ্যেও। সংক্রমণ রুখতে জারি হয়েছে লকডাউন। কিন্তু তা সত্ত্বেও কেউ প্রতিদিনের অভ্যাসবশত ঢুঁ মারছিলেন চায়ের দোকানে। কেউ আবার লকডাউনকে ছুটি হিসেবে গণ্য করে হাজির হচ্ছেন বন্ধুদের মাঝে। আর কিছু মানুষ যাদের বের হচ্ছিলেন পেটের দায়ে। এই পরিস্থিতিতে বনগাঁর আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরবন্দি রাখতে অদ্ভুত ফন্দি এঁটেছিলেন উত্তর ২৪ পরগনার আরটিও(RTO) বোর্ডের সদস্য গোপাল শেঠ। ঘোষণা করেন, ৮ জুন পর্যন্ত যদি গ্রামে করোনা প্রবেশ করতে না পারলে সব মহিলা পাবেন নতুন শাড়ি। ব্যস, এই আশ্বাসেই নিজেকে ও পরিবারের সদস্যদের ঘরবন্দি রাখতে রাজি হয়ে যান মহিলারা।

[আরও পড়ুন: অভুক্তদের পেট ভরাতে তৈরি ‘রুটি ব্যাংক’, মানবিক উদ্যোগ নদিয়ার একদল যুবকের]

কথা রাখেন স্থানীয়রা। নিয়মিত মেনে চলেন সমস্ত বিধি। ব্যবহার করেন মাস্ক-স্যানিটাইজার। এর ফলস্রুতিতে এখনও করোনামুক্ত ওই এলাকা। এরপরই শর্ত অনুযায়ী গোপালনগর গিরিবালা উচ্চ বিদ্যালয়ে ‘বাংলার গর্ব মমতা’ অনুষ্ঠান থেকে আদিবাসী অধ্যুষিত পারুই জেলে পাড়ার বাসিন্দাদের হাতে শাড়ি তুলে দিলেন গোপালবাবু। তিনি জানান, “বেশ কয়েকটি গ্রাম কথা রেখেছে। আজ এখানে শাড়ি দিচ্ছি। এরপর মুড়িঘাটা-সহ অন্যান্য এলাকায় যাব।” যদিও, এদিন সামাজিক দূরত্ব পালন করতে দেখা যায়নি কাউকেই।

[আরও পড়ুন: লকডাউনে স্কুল বন্ধ থাকলেও মাসিক ফি কমছে না, প্রতিবাদে বারাসতে পথ অবরোধ অভিভাবকদের]

The post কথা রাখলেন তৃণমূল নেতা, শর্তপূরণ হতেই শাড়ি নিয়ে হাজির বনগাঁর করোনামুক্ত আদিবাসী পাড়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement