shono
Advertisement

লোকসভা ভোটের মুখে রাজ্যে 'খুন' তৃণমূল কর্মী, কাঠগড়ায় কংগ্রেস

Published By: Sayani SenPosted: 08:57 AM Mar 16, 2024Updated: 09:39 AM Mar 16, 2024

রমণী বিশ্বাস, তেহট্ট: লোকসভা ভোটের মুখে রাজ্যে ঝরল রক্ত। খুন তৃণমূল কর্মী। বাড়ির অদূরে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের  থানারপাড়া থানার চর মুক্তারপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

নিহত সাকিব মণ্ডল, নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের থানারপাড়া থানার চর মুক্তারপুরের বাসিন্দা। এলাকাটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পরিবারের লোকজনের দাবি, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরন তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। শুরু হয় খোঁজাখুঁজি। এর পরই জানা যায় বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পরিবারের লোকজনের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে খুন করেছে তাঁকে।

[আরও পড়ুন: ‘অর্থের পিছনে দৌড়লে সম্মান পাওয়া যায় না’, কর্মিসভায় কেঁদে ফেললেন বিশ্বজিৎ দাস]

খবর পেয়ে থানারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের রাজনৈতিক পরিচয় এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক কারণে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) দিনক্ষণ ঘোষণা হবে আজই। তার আগের রাতের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। থমথমে গোটা এলাকা।

[আরও পড়ুন: লাল দুর্গ থেকে ঘাসফুলের শক্ত ঘাঁটি, সংগঠনহীন বিজেপি, নজরে ডায়মন্ড হারবারের লড়াই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement