সুমন করাতি, হুগলি: দেড় লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ। অভিযোগ দায়েরের চার ঘণ্টার মধ্যে উদ্ধার খুদে। গ্রেপ্তার ৫। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে।
জানা গিয়েছে, চুঁচুড়ার বড়বাজারের বিবিরবাগানের বাসিন্দা পিঙ্কি গুপ্তা। বৃহস্পতিবার বিকেলে জন্মদিনের পার্টি উপলক্ষে শিশুটিকে নিয়ে সেখানেই যান তার বাবা মা। খাওয়াদাওয়ার পর ছেলেকে নিয়ে সেখানেই থেকে যান মা। বাবা ফিরে যান বাড়িতে। ঘুমিয়েও পড়েছিলেন ওই মহিলা। তিনি জানান, ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে পাননি। এদিকে পিঙ্কি জানান, বাবা শিশুটিকে নিয়ে গিয়েছে। এতেই সন্দেহ হয় বধূর। তিনি চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ করেন। শুরু হয় তদন্ত।
[আরও পড়ুন: নিজের লম্বা চুল কেটে দান, ক্যানসার আক্রান্তদের পাশে থেকে প্রশংসা কুড়োচ্ছেন হুগলির ছাত্রী]
এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপর জোরঘাট এলাকার ফুটেজ খতিয়ে দেখলে নজরে পড়ে এক মহিলা স্কুটিতে করে শিশুটিকে নিয়ে যাচ্ছে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মোটা টাকায় বিক্রি করা হয়েছিল শিশুটিকে। টাকার ভাগ পেয়েছিল পিঙ্কিও। এরই পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে শিশুটিকে। গ্রেপ্তার করা হয়েছে রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তীকে।
চন্দননগর পুলিশের ডিসিপি বিদিত রাজ বুন্দেশ জানান, “শিশুটিকে অপহরণ করা হয়েছে অভিযোগ পাওয়ার পরেই চুঁচুড়া থানার পুলিশ একটি দল গঠন করে তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রীতিমতো পরিকল্পনা করেই এই অপরাধ সংগঠিত করা হয়েছে বলে জানা গিয়েছে। দেড় লক্ষ টাকায় শিশু কেনা-বেচা হয়েছে বলে অভিযুক্তরা স্বীকার করেছে। এই চক্রে আর কারা যুক্ত, তা দেখা হচ্ছে। যে শিশুটিকে কিনেছিল তার এক সন্তান আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”