shono
Advertisement
Hooghly

মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে! ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উলটে মৃত্যু ৩ যুবকের

দেহগুলি ময়নাতদন্তের জন্য ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:32 PM Dec 19, 2024Updated: 06:40 PM Dec 19, 2024

সুমন করাতি, হুগলি: জমি থেকে ধান তুলতে গিয়ে ট্রাক্টর উলটে পিষ্ট হয়ে মৃত্যু হল তিন যুবকের। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পীড়াগ্রাম থেকে মুলগ্রামে যাওয়ার পথে একটি ব্রিজের কাছে। গাড়িতে থাকা তিনজনই তার তলায় চাপা পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অঞ্জন হেমরম, বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাঁসদা। তাঁদের প্রত্যেকদের বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে। তিনজনেরই বাড়ি পীড়াগ্রামে। এদিন পীড়াগ্রাম থেকে মুলগ্রামের দিকে ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন অঞ্জন। তার পাশেই ইঞ্জিনের উপর বসেছিলেন বিশ্বজিৎ ও উত্তম। জমিতে নামার আগে হঠাৎই উলটে যায় ট্রাক্টরটি।

প্রচণ্ড শব্দ ও চিৎকার শুনে ছুঁটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানা ও বৈঁচি ফাঁড়ির পুলিশ। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন, "পীড়াগ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে। মুলগ্রামের ব্রিজ হয়ে নামার সময় ট্রাক্টর উলটে চাপা পড়ে যায় তিনজন।" একই গ্রামের তিন যুবকের মৃত্যুর জেরে শোকের ছায়া এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি থেকে ধান তুলতে গিয়ে ট্রাক্টর উলটে পিষ্ট হয়ে মৃত্যু তিন যুবকের।
  • বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পীড়াগ্রাম থেকে মূলগ্রামে যাওয়ার পথে একটি ব্রিজের কাছে।
  • গাড়িতে থাকা তিনজনই তার তলায় চাপা পড়ে।
Advertisement