shono
Advertisement

ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে মৃত ২

বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ার কলঝারিয়া স্টেশনের কাছে।
Posted: 08:50 PM Feb 28, 2024Updated: 12:04 AM Feb 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের জামতাড়ার একটি স্টেশনের কাছে ২ জনকে পিষে দিল ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স।  

Advertisement

সূত্রের খবর, বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ার কলঝারিয়া স্টেশনের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত নাকি একটি গুজবকে কেন্দ্র করে। এদিন ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ওই ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় পাশের লাইনে চলে আসে ঝাঁঝা-আসানসোল এক্সপ্রেস। তখনই ওই যাত্রীদের পিষে দেয় ট্রেনটি। জামতাড়ার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে রেল।  

এদিকে, জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি জানিয়েছেন, “আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। যারা এর পিছনে রয়েছে তাদের যেন যত দ্রুত সম্ভব খুঁজে বের করা হয়। আমরা এই ঘটনার বিষয়টি বিধানসভায় তুলব। যাঁরা প্রাণ হারিয়েছেন এখনও তাঁদের পরিচয় জানা যায়নি।” ইতিমধ্যে তিনি জামতাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন। এনিয়ে জামতাড়ার এসডিএম জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমরা দুটি দেহ উদ্ধার করেছি। একটি হেল্পলাইন নম্বর চালু করার জন্য আমরা রেলকে অনুরোধ জানিয়েছি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পরই জানা যাবে।” যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেনে কোনও আগুন লাগার ঘটনা ঘটেনি। রেল লাইন ধরে দুজন ব্যাক্তি হাঁটছিলেন। ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।      

#WATCH | Jharkhand: On Jamtara train accident, Anant Kumar, SDM Jamtara says, “…Two bodies have been recovered. We’ve requested Railways to start a helpline number…The reason will be known after investigation…” pic.twitter.com/KZYz7cmI2w

[আরও পড়ুন: লোকসভার আগে বিরাট স্বস্তি, ‘জমির বদলে চাকরি’ মামলায় স্থায়ী জামিন রাবড়ি ও লালুর দুই কন্যার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement