shono
Advertisement

ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর! উত্তেজনা ডেবরায়

গ্রামবাসীদের নজর এড়িয়ে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা।
Posted: 02:08 PM Jul 11, 2021Updated: 02:08 PM Jul 11, 2021

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ডাইনি অপবাদে বধূকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) ডেবরায়। কোনওক্রমে গ্রামবাসীদের চোখ এড়িয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর স্বামী। ডেবরা থানার পুলিশ তাঁদের উদ্ধার করলেও এখনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ওই দম্পতিকে।

Advertisement

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের ভুইঞাবসান গ্রামের বাসিন্দা নিঃসন্তান ওই দম্পতি। দীর্ঘদিন ধরেই সেখানে থাকে তাঁরা। পেশায় দিনমজুর। সম্বল বলতে একচিলতে খাসজমি। ওই বধূর স্বামী জানান, বছর চারেক আগে ওই গ্রামে একটি গরু মারা যায়। পরবর্তীকালে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে ওই বধূ। অভিযোগ বরাবরই ওই দম্পতিকে হেনস্থা করত স্থানীয়রা। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, বুধবার থেকেই এলাকা থমথমে। যা দেখে তাঁরা আন্দাজ করেছিলেন যে অশান্তি হতে পারে। তাই পালানোর ছকও কষেছিলেন। কিন্তু লাভ হয়নি। তার আগেই বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা ডাকা হয়।

[আরও পড়ুন: ভর সন্ধেবেলা শুটআউট পুরুলিয়ায়, গুলিবিদ্ধ তৃণমূল নেতা ভরতি হাসপাতালে

জানা গিয়েছে, সালিশি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও ওই দম্পতি সেখানে যাননি। অভিযোগ, পরে রাতে তাঁদের জোর করে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের গ্রাম ছাড়ার নিদান দেওয়া হয়। কিন্তু মানতে রাজি হননি ওই দম্পতি। অভিযোগ, এরপরই বধূকে বেধড়ক মারধর করা হয়। কোনওক্রমে সেখান থেকে ফিরে আসেন ওই দম্পতি। পরে শনিবার রাতে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে মহিলা ও তাঁর স্বামীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হবে।

[আরও পড়ুন: Corona Virus: রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, উদ্বেগ বাড়াচ্ছে ৩ জেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement