shono
Advertisement

Breaking News

স্মার্টফোন রুখে দিল রুশ বুলেট! প্রাণ বাঁচল ইউক্রেনীয় সেনার, ভাইরাল ভিডিও

তাহলে মোবাইল ফোন কেবল অপকারই করে না, মন্তব্য নেটাগরিকদের।
Posted: 09:08 PM Apr 20, 2022Updated: 10:07 PM Apr 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যুগে মোবাইল ফোন ছাড়া চলে না। আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনে মোবাইল ফোন (Mobile Phone) আসলে চলমান অফিস। ফলে তার হাজার সুবিধা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এ জিনিস কিন্তু জানা ছিল না! যেভাবে একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল একটি স্মার্টফোন, তা অবিশ্বাস্য! ইউক্রেনের (Ukraine) এক সেনা শত্রুপক্ষের হামলার পরেও অক্ষত থাকলেন, কারণ রুশ সেনার ছোঁড়া বুলেট আটকে গেল তাঁর শক্তপোক্ত মোবাইল ফোনে। এমন আশ্চর্য ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে চমকে গেছেন নেটাগরিকরা।

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, ইউক্রেনীয় সেনার মোবাইল ফোনে আটকে রয়েছে রাশিয়ান সেনার ছোঁড়া ৭.৬২এমএম বুলেটটি। ফোনের পিছন দিকে সেটিকে গেঁথে থাকতে দেখা যায়। যে সময় এই ঘটনা ঘটে, তখন ওই তরুণ সেনাকর্মী যুদ্ধক্ষেত্রের ট্রেঞ্চে ছিলেন, চারদিকে তখন চলছে গোলাবর্ষণ। আর ফোন ছিল পকেটে। আচমকা শত্রুপক্ষের একটি গুলি এসে গেঁথে যায় ফোনের পিছনে। ভিডিও ক্যামেরার সামনে সেটিকে তুলে ধরে সেটিকে দেখান সেনাকর্মী। তবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানো ওই ফোনটি কোন কোম্পানির তা জানা যায়নি।

[আরও পড়ুন: জীবন্ত পোড়ানো হয়েছিল? হাঁসখালি কাণ্ডের প্রাথমিক রিপোর্টে সন্দেহ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির]

শুরুতে মোবাইল ফোনের ভাল দিকের কথা বলা হয়েছে বটে, তবে স্মার্টফোনের খারাপ দিক নিয়েও তো কম হয় না। বিশেষত ছোটদের অত্যাধিক ফোনে আসক্তি নিয়ে গোটা বিশ্বের অভিভাবকরা চিন্তিত। সেই জিনিসটাই একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়ার পর হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সকলেই বলছেন, স্মার্টফোন তাহলে কেবল অপকারই করে না। তার এত বড় উপকারের দিকও আছে! তবে এমন ঘটনা কিন্তু এই প্রথমবার ঘটল না। এর আগে আফগানিস্তানে এক ব্যক্তি বেঁচে যান তাঁর নোকিয়া ৩০১ মডেলের একটি ফোনের দৌলতে। ২০১৬ সালের ওই ঘটনাতেও বুলেট আটকে গেছিল ফোনে, বেঁচে গেছিলেন মানুষটি।

[আরও পড়ুন: ‘হিন্দুরা নয়, কারা দাঙ্গা করে সবাই জানে’, জাহাঙ্গিরপুরীর হিংসায় ববিতা ফোগতের টুইটে বিতর্ক]

প্রসঙ্গত, গত প্রায় দু’মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ভয়ংকর যুদ্ধের সাক্ষী গোটা বিশ্ব। কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে জেলনেস্কির দেশ। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন। গোটা বিশ্বের শান্তিকামী মানুষের সরব প্রতিবাদের পরেও যুদ্ধ থামায়নি পুতিন বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার