shono
Advertisement

Breaking News

বিমানবন্দরে গুলি-সহ আটক মার্কিন মহিলা, লাগেজ থেকে উদ্ধার ২টি বুলেট

বাগুইআটিতে বোমাতঙ্ক। The post বিমানবন্দরে গুলি-সহ আটক মার্কিন মহিলা, লাগেজ থেকে উদ্ধার ২টি বুলেট appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Dec 14, 2017Updated: 03:12 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরে গুলি-সমেত ধরা পড়লেন ভারতীয় বংশোম্ভুত মার্কিন মহিলা। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই মহিলাকে গ্রেপ্তার করেছে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ। এদিকে ধৃত মহিলার আইনজীবীর দাবি, বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে ২টি গুলি পেয়েছেন তিনি এবং বন্ধুর প্রয়োজনেই গুলি নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছিলেন ওই মহিলা।

Advertisement

[বর্ষবরণের পার্টিতে লালসা মেটাতে মহিলাদের ডেট রেপ ড্রাগ, সতর্ক গোয়েন্দারা]

দমদম বিমানবন্দর সূত্রে খবর, ওই মহিলা যাত্রীর নাম বসন্ত শিবকলা। মধ্য তিরিশের ওই মহিলা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। এখন তিনি মার্কিন নাগরিক। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে চেক-ইন করার পর, বসন্তের লাগেজে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তখনই লাগেজ থেকে দুটি বুলেট উদ্ধার হয়। এরপরই ওই মহিলাকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান  নিরাপত্তাবাহিনীর পদস্থ আধিকারিকরাও। বসন্ত শিবকলাকে একপ্রস্থ জেরা করেন তাঁরা। বক্তব্যে অসঙ্গতি মেলায় শেষপর্যন্ত মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আদপে দক্ষিণ ভারতের বাসিন্দা বসন্ত শিবকলা এদেশে ঘুরতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে আমেরিকা ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, লাগাজে কেন গুলি রেখেছিলেন বসন্ত শিবকলা? গুলি পেলেনই বা কোথায় থেকে?  তা এখনও স্পষ্ট নয়। এদিকে মক্কেলের গ্রেপ্তারির খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থানায় আসেন বসন্ত শিবকলার আইনজীবী। আইনজীবীর দাবি, এক বন্ধু নাকি তাঁর মক্কেলকে ওই দুটো গুলি উপহার দিয়েছিলেন। ওই বন্ধুর জন্যই লাগেজে গুলি নিয়ে আমেরিকা যাচ্ছিলেন তিনি।

[শহরে মাদক চোরাচালানের রমরমা, অনলাইনে বিকোচ্ছে চরস-কোকেন!]

এদিকে, বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অদূরে বাগুইআটির অর্জুনপুরে বোমা মজুত থাকার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো এলাকাটি ঘিরে ফেলেছেন সিআইডি ও বম্ব ডিপোজাল স্কোয়াডের আধিকারিকরা। বোমা সন্ধানে মাটি খুঁড়ে চলছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মুখ খুলতে চাননি সিআইডি আধিকারিকরা।

[শহরের রাজপথ সাজবে রঙিন আলপনায়, পুরসভার বেনজির উদ্যোগ]

The post বিমানবন্দরে গুলি-সহ আটক মার্কিন মহিলা, লাগেজ থেকে উদ্ধার ২টি বুলেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement