সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল করে আলু মাখা, সঙ্গে তেঁতুল জল আর মুচমুচে ফুচকা। এ দৃশ্য দেখে নিজেকে সামলে রাখা অনেকের পক্ষেই অত্যন্ত কঠিন। তাই তো ফুচকার (Golgappa) দোকানের সামনে ভিড় জমান অনেকেই। তবে ফুচকাপ্রেমীদের ভিড়ে গবাদি পশুকে দেখেছেন কখনও? অবাক হচ্ছেন? ভাবছেন ঠিক পড়লেন কিনা? একটি ভাইরাল ভিডিওতেই মিলবে সব উত্তর।
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি গরু (Cow)। সঙ্গে রয়েছে বাছুরও। দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে যাচ্ছে তারা। টাকার ভাবনাচিন্তা না করে ফুচকাওয়ালা দিব্যি খাইয়ে যাচ্ছেন তাদের। বেশিরভাগ মানুষই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মগ্ন। তাই তো নিমেষেই ভাইরাল হয়ে যায় ব্যতিক্রমী ছবি কিংবা ভিডিও। ফুচকাওয়ালার এহেন আচরণও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। মুহূর্তের মধ্যে তা বহু নেটিজেনের টাইমলাইনে ছড়িয়ে পড়েছে। বইছে লাইক, কমেন্টের বন্যা। হু হু করে শেয়ারও হয়েছে ভিডিওটি।
[আরও পড়ুন: দুর্ঘটনার আগাম হদিশ দেয় মৃত্যুদূত মথম্যান! লোকগাথার আড়ালে কোন রহস্য?]
করোনা পরিস্থিতিতে ভাইরাস মোকাবিলায় ঘরের দরজায় খিল দিয়েছেন অনেকেই। তার ফলে পথকুকুর হোক কিংবা গবাদি পশু, তাদের খাবারের বেশ সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফুচকাওয়ালার উদ্যোগ যে যথেষ্ট প্রশংসনীয়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই মহৎ কাজের জন্য ভগবানের কাছে তাঁর মঙ্গল কামনা করেছেন অনেকেই। তবে নেটদুনিয়ায় সমালোচকের কোনও অভাব নেই। শুধুমাত্র প্রচারের আশায় এহেন কাজ বলেও দাবি করছেন কেউ কেউ।