shono
Advertisement
US Election

সাদা বাড়ির লড়াই কে জিতবে? ফল ঘোষণার আগেই ভবিষ্যদ্বাণী থাইল্যান্ডের জলহস্তির

থাইল্যান্ডের চিড়িয়াখানার ভিডিও ভাইরাল।
Published By: Kishore GhoshPosted: 06:13 PM Nov 05, 2024Updated: 06:13 PM Nov 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটনে সাদা বাড়ির লড়াইয়ে কে জিতবে? রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প না ডেমোক্র্যাট কমলা হ্যারিস... সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। যদিও ভোটপর্ব মেটার আগেই ভবিষ্যদ্বাণী করল গণৎকার! সে অবশ্য মানুষ না, থাইল্যান্ডের চিড়িয়াখানার বাসিন্দা পিগমি প্রজাতির একটি জলহস্তি। সকলের আদরের মু ডেং। কী ভবিষ্যদ্বাণী করল ডেং?

Advertisement

থাইল্যান্ডের সি রাচা শহরে খাও খেও চিড়িয়াখানায় তোলা মু ডেংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ছোট্ট ডেংয়ের জলতেষ্টা পেয়েছিল, তখনই দুটি সাজানো গোছানো পাত্রে তাঁকে তরমুজ খেতে দেওয়া হয়েছিল। দুটি পাত্রের একটিতে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্প, অন্যটিতে কমলা হ্যারিস। লাখ টাকার প্রশ্ন হল, কোন পাত্র বেছে নেয় ডেং? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রিপাবলিকান ট্রাম্পকেই পছন্দ হয়েছে জলহস্তি মু ডেংয়ের।

প্রসঙ্গত, ৪৭ রাজ্যে ‘আর্লি ভোট’ ভোট শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর। সমীক্ষা জানাচ্ছে, কাঁটায়-কাঁটায় টক্কর চলছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে। নির্ণায়ক ভোট ৫ নভেম্বর। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ভোটদান চলবে। ১১ ডিসেম্বর ভোট দেবে ইলেক্টোরাল কলেজ। নির্বাচন হবে সেনেটের ৩৪ আসনে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনেও। নতুন কংগ্রেসের শপথ ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি আমেরিকান কংগ্রেসের সামনে ইলেক্টোরাল ভোটের গণনা। নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি, ২০২৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪৭ রাজ্যে ‘আর্লি ভোট’ ভোট শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর।
  • নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি, ২০২৫।
Advertisement